খেলাধুলা

চার দিনের টেস্টকে কোহলির ‘না’

প্রস্তাবটা এখনো বাস্তবায়ন হয়নি। প্রস্তাবটা হচ্ছে, ২০২৩ থেকে ২০৩১ সাল পর্যন্ত আইসিসির ভবিষ্যৎ সফর পরিকল্পনায় (এফটিপি) পাঁচ দিনের পরিবর্তে চার দিনের টেস্টের কথা ভাবছে আইসিসি। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার এই ভাবনার ভীষণ নেতিবাচক প্রতিক্রিয়া হচ্ছে বিশ্ব ক্রিকেটে। এবার চার দিনের টেস্টের বিপক্ষে মুখ খুললেন বিরাট কোহলিও। টেস্টের দিনের সংখ্যা কমিয়ে আনার বিপক্ষে শক্ত অবস্থান জানিয়ে দিলেন ভারতীয় অধিনায়ক।

মতামত দিন

বিজ্ঞপ্তি
সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - [email protected]