নারায়াণগঞ্জ

চাষাঢ়ায় কোন যানবাহন এলোমেলোভাবে রাখলে ডাম্পিংয়ে দেওয়া হবে : জেলা প্রশাসক


নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মাহমুদুল হক বলেন, সড়কে যত্রতত্র যাত্রী উঠা-নামার ফলে পেছনে জটলা তৈরি হয়। এ সময় পেছনে থাকা গাড়িগুলো হর্ন বাজায়। চাষাঢ়া এলাকায় কোন যানবাহন এলোমেলোভাবে রাখতে দেখলে ডাম্পিংয়ে দেওয়া হবে। সেটা যেই কোম্পানির গাড়ি হোকনা কেন ব্যবস্থা নেওয়া হবে।শব্দ দূষণ রোধে সবার আগে সচেতনতা বৃদ্ধি করতে হবে।

বুধবার (২৪ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ আয়োজন করা হয়।

এ সময় বক্তারা শব্দ দূষণের ক্ষতিকর দিক নিয়ে নানা আলোচনা করেন। আলোচনা সভার আগে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা শাখার উপপরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান, নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন এ এম মশিউর রহমান, ভিক্টোরিয়া হাসপাতালের সহকারী রেজিস্টার ডা. সৈকত দাস রনি সহ প্রমুখ।

মতামত দিন

বিজ্ঞপ্তি
সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - [email protected]