রাজনীতি

জাকির খানের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করলে কঠোর ব্যবস্থা নেবে মুক্তি পরিষদ

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করা হয়েছে। তার নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি সহ অপরাধমূলক কর্মকাণ্ড করলে জাকির খান এর জন্য দায়ী থাকবেন না বলে জানিয়েছেন জাকির খান মুক্তি পরিষদের নেতৃবৃন্দরা।

শনিবার (১৭ আগস্ট) ছাত্রদল নেতা জাকির খানের পক্ষ থেকে এই ঘোষণা দেন জাকির খান মুক্তি পরিষদের নেতৃবৃন্দরা।

জাকির খান মুক্তি পরিষদের আহবায়ক সলিমুল্লাহ সেলিম বলেন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের নাম ভাঙিয়ে কেউ কেউ চাঁদাবাজি সহ নানা অপরাধের সংগঠিত হওয়ার সংবাদ ইতোমধ্যে পেয়েছি। এরুপ কেউ করে থাকলে সে বিষয়ে জাকির খান ও তার নেতৃত্বাধীন নেতাকর্মী ও পরিবার সদস্য দায়ী থাকবে না। এক্ষেত্রে যারা জাকির খানের নাম ভাঙিয়ে নানা অপকর্ম করে বেড়াচ্ছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য পুলিশ প্রশাসনের প্রতি অনুরোধ রইলো। এছাড়া এরুপ কেউ করে থাকলে তদন্ত সাপেক্ষে মুক্তি পরিষদের নেতৃবৃন্দরা অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

উল্লেখ্য, ব্যবসায়ী সাব্বির আলম খন্দকার হত্যা মামলায় সাবেক ছাত্রদল নেতা জাকির খান বর্তমানে করাগারে রয়েছে। বিগত সময়ে ক্ষমতাসীন দলের ইন্ধনে বিএনপি থেকে বহিষ্কৃত নেতা তৈমুর আলম খন্দকার এই মিথ্যা মামলা দিয়ে তাকে কারাগারে পাঠিয়েছেন।

মতামত দিন

বিজ্ঞপ্তি
সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com