রাজনীতি

আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থীদের প্যানেল জমা

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থী আইনজীবীদের ১৭জনের একটি প্যানেল চূড়ান্ত করা হয়েছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনারের নিকট জমা দেওয়া হয়।

বিএনপিপন্থী হিসেবে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্যানেলে যারা রয়েছেন- সভাপতি হিসেবে অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার প্রধান। সিনিয়র সহ-সভাপতি পদে এড. মো. আজিজ আল মামুন, সহ-সভাপতি এড. মোহাম্মদ মাইনউদ্দিন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক এড. মোহাম্মদ আলম খান, কোষাদক্ষ্য এড. মো. জাহিদুল ইসলাম মুক্তা, আপ্যায়ন সম্পাদক এড. শেখ আনজুম আহমেদ রিফাত, লাইব্রেরী সম্পাদক এড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান, ক্রীড়া সম্পাদক এড. মো. রাসেল প্রধান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এড. আসমা হেলেন বিথী, সমাজ সেবা সম্পাদক এড. মো. ফজলুল রহমান ফাহিম, আইন ও মানবাধিকার সম্পাদক এড. মোজাম্মেল হক মল্লিক।

প্যানেলের সদস্যরা হলেন- এড. ফাতেমা খাতুন, এড. নুরুল কাদির, এড. আবুল কালাম আজাদ, এড. আক্তার হোসেন, এড. মোহাম্মদ সুমন মিয়া।

আদালতপাড়া সূত্র বলছে, গত ৫ আগস্ট ক্ষমতার পটপরিবর্তনের পর আইনজীবী সমিতির একক নেতৃত্বে থাকা আওয়ামী লীগের আইনজীবীরা আদালতপাড়া ছেড়ে দিয়েছেন। এই অবস্থায় গত ১৩ আগস্ট দুপুরে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির ভবনের নিচ তলায় এই জরুরী তলবী সভার আয়োজন করা হয়। এই জরুরী তলবী সভা করে বর্তমান কার্যকরি কমিটিকে অগণতান্ত্রিক কমিটি হিসেবে উল্লেখ করে নতুন করে নির্বাচনের সিদ্ধান্ত পাস করিয়ে নিয়েছে বিএনপির আইনজীবীরা।

সেই সাথে নতুন করে নির্বাচন কমিশন গঠন করে নির্বাচনের তারিখ, ঘোষণা করা হয়। আর এই নির্বাচনকে কেন্দ্র করে বিএনপিপন্থী আইনজীবীদের মনোনয়ন বোর্ড গঠন করা হয়েছে। আর এই মনোনয়ন বোর্ডের আহ্বায়ক হিসেবে রয়েছেন অ্যাডভোকেট জাকির হোসেন ও সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। সেই সাথে সদস্য হিসেবে রয়েছন-অ্যাডভোকেট আব্দুল বারী ভূইয়া, অ্যাডভোকেট এম এ বাতেন, অ্যাডভোকেট এম এ হাফিজ মোল্লা, অ্যাডভোকেট খোরশেদ আলম মোল্লা, অ্যাডভোকেট সৈয়দ মশিউর রহমান শাহীন, অ্যাডভোকেট কাজী আব্দুল গাফ্ফার, অ্যাডভোকেট বোরহান উদ্দিন সরকার, অ্যাডভোকেট খন্দকার আবুল কালাম আজাদ ও অ্যাডভোকেট কাজী রাশিদা আক্তার শাহীন।

এবারের নির্বাচনে সিনিয়র আইনজীবী বেনজীর আহমেদকে প্রধান নির্বাচন কমিশনার করে ৫ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা এড. ফাতেমা মাসুদ, এড. মঞ্জুরুল হক খান, এড. আজিজুল হক মোল্লা, এড. ওয়াসিম কাজী। এছাড়াও সিনিয়র আইনজীবী খন্দকার আজিজুল হক হান্টুকে চেয়ারম্যান করে তিন সদস্যের আপিল বোর্ড গঠন করা হয়েছে। বাকি সদস্যরা হলেন- এড. ইব্রাহীম মিয়া, এড. মানিক মিয়া।

জানা গেছে, এই নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত কোন প্যানেল নির্বাচনে অংশ নিচ্ছে না। এছাড়া বিএনপি পন্থি আইনজীবীদেরও আর কোন প্যানেল জমা দেওয়ার সম্ভাবনা নেই। তাই বলা যায়, বিনা প্রতিদ্বন্দ্বীতায় হতে যাচ্ছে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির ২০২৪-২০২৫ নির্বাচন।

এ বিষয়ে জানতে চাইলে মহানগর বিএনপির সদস্য সচিব ও মনোনয়ন বোর্ডের সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু বলেন, আমরা জাতীয়তাবাদী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পক্ষ থেকে এবার ১৭জনকে মনোনয়ন দেওয়া হয়েছে তারা নির্বাচন করবে। আর আওয়ামী লীগের আইনজীবীরা হত্যা সহ বিভিন্ন মামলায় জড়িত থাকার কারণে এই নির্বাচনে আসছে না। আর বিএনপির অন্য কোন আইনজীবীদের এই নির্বাচনে আসবে না। এমন অবস্থায় নির্বাচন কমিশনার বিনা প্রতিদ্বন্দ্বীতা ঘোষণা করবেন, কখন করবেন এটা তাদের বিষয়।

মতামত দিন

বিজ্ঞপ্তি
সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com