নারায়াণগঞ্জ

শহীদ রবিউল চত্বর নামকরণের দাবি জানান দিদার খন্দকার

নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির যুগ্ম আহবায়ক ও ১৪ নম্বর ওয়ার্ডের সভাপতি দিদার খন্দকার বলেন, শহীদ রবিউল ১৯৯০ সালে স্বৈরাচার পতনের ডাকে আন্দোলনে নিহত হন, তখন আমি দশম শ্রেণিতে পড়ি। যেদিন রবিউল নিহত হয়, তখন আমি ও আমার বন্ধু রাতে এশার নামাজ পড়ে স্বৈরাচার পতনের ডাকে মিছিলে যোগ দিলে পুলিশ আমাকে গুলি করে। সেখানে আমিও গুলিবিদ্ধ হই। আমি শহীদ রবিউলের আত্মার মাগফেরাত কামনা করছি। 

রবিবার (১ ডিসেম্বর) বিকেলে শহীদ রবিউলের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে শহরের আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তন ভবনের সামনে এক সভায় তিনি এ কথা বলেন। 

শহরের দুই নং রেল গেইট এলাকাকে শহীদ রবিউল চত্বর করার দাবি জানিয়ে তিনি বলেন, শহরের দুই নং রেল গেইট এলাকাটি শহীদ রবিউল চত্বর হিসেবে ঘোষণা করার দাবি জানাচ্ছি। 

জাকির খানের জন্য দোয়া চেয়ে তিনি বলেন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা জাকির খানের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। সেই মামলার রায় আগামী মাসে হবে। সেকারণে আমি আপনাদের কাছে দোয়া চাই। আপনারা  সবাই জাকির ভাইয়ের জন্য দোয়া করবেন। তিনি যেন মুক্তি পেয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক আনিসুল ইসলাম সানি।

মতামত দিন

বিজ্ঞপ্তি
সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com