জাতীয় নাগরিক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
জাতীয় নাগরিক কমিটির নারায়ণগঞ্জ সদর থানার ‘কমিটি পরিচিতি সভা’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় জেলা পরিষদ ডাক বাংলো মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।সভায় সদ্য গঠিত সদর থানা কমিটির সদস্য সাবিত আল হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য অ্যাড. আব্দুল্লাহ আল আমিন। সভায় অন্যান্যদের ভেতর বক্তব্য রাখেন সদর থানা কমিটির সদস্য আহমেদুর রহমান তনু, শওকত আলী এবং কবি আরিফ বুলবুল।
নব গঠিত কমিটির সদস্যদের উদ্দেশ্যে অ্যাড. আব্দুল্লাহ আল আমিন বলেন, ‘আমরা যেই বাংলাদেশ গড়ার লক্ষ্যে লড়াই করে ৫ আগস্ট হাসিনার পতন ঘটিয়েছি তা পুরোপুরি বাস্তবায়ন হয়নি। আজকে আমরা দেখছি নতুন করে চাঁদাবাজি, সন্ত্রাসী, সিন্ডিকেট জন্ম হয়েছে। এই চিত্র আমাদের হতাশ করেছে। কিন্তু আমরা আমাদের বিজয় কাউকে ছিনিয়ে নিতে দিব না। ছাত্র জনতার এই অভ্যুত্থান শুধু একটি দলের বিরুদ্ধে নয়, বরং ঘুনে ধরা এই সিস্টেমের বিরুদ্ধে ছিলো। তাই আমরা সংগঠিত হয়ে এই সিস্টেমকে বদলাতে কাজ করবো। মানুষের ভোটে যেই দলই বিজয়ী হোক, তারা যেন পুরোনো অপরাজনীতিতে ফিরতে না পারে সেটাই আমাদের লক্ষ্য।
সভায় নব গঠিত কমিটির প্রতিনিধিরা নারায়ণগঞ্জের বিভিন্ন অসংগতি সহ করনীয় শীর্ষক আলোচনা ও পরামর্শ প্রদান করেন। পরে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্বরণে ১ মিনিট নীরবতা পালন করেন শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
মতামত দিন