সকল ধর্মের নেতৃবৃন্দের সাথে ইসলামী আন্দোলনের মতবিনিময় সভা
সকল ধর্মের নেতৃবৃন্দের সাথে ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) নারায়ণগঞ্জ প্রেস ক্লাব ভবনে এই সভা অনুষ্ঠিত হয়।মতবিনিময় সভার সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি মুফতি মাসুম বিল্লাহ। সেক্রেটারি সুলতান মাহমুদের সঞ্চালনায় মতবিনিময় সভায় আরোও উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা সভাপতি মাও. দ্বীন ইসলাম, নগর সাংগঠনিক সম্পাদক মাও. শামসুল আলম, অর্থ সম্পাদক মুহা. ইসমাইল প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মুফতি মাসুম বিল্লাহ বলেন, আমাদের সকলের মাঝে সম্প্রীতি সৌহার্দ্য রাখার জন্য আমরা সর্বদা বদ্ধপরিকর। একটি সুন্দর নগর ও কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে আমাদের প্রচেষ্টা সর্বাত্মক। সকলের অংশগ্রহণ ছাড়া এ উদ্দেশ্য বাস্তবায়ন করা সম্ভব নয়। কোন ধর্মই সংঘাত ও সন্ত্রাসকে প্রশ্রয় দেয় না। ইসলাম শান্তির ধর্ম। আমরা সকলে মিলে শান্তি প্রতিষ্ঠা করতে চাই।
এই মতবিনিময়ে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শংকর কুমার দে, সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা মন্ডলীর সদস্য পরিতোষ কান্তি সাহা ও বাসুদেব চক্রবর্তী, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি বিষ্ণুপদ সাহা, সাধারণ সম্পাদক সুশীল দাস, উপস্থিতি ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নারায়ণগঞ্জ জেলার সভাপতি প্রদীপ কুমার দাস এবং নারায়ণগঞ্জ মহানগর পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি সাংবাদিক উত্তম সাহা ও হিমাদ্রি সাহা সাংগঠনিক সম্পাদক কৃষ্ণা আশ্চর্য, পিন্টু পলিকাপ পিউরিফিকেশন, রামকৃষ্ণ মিশনের নারায়ণ চন্দ্র সাহা, রাম দেওভোগ সীতার পুরোহিত বৌদ্ধ প্রতিনিধি অসীম বড়ুয়া প্রমুখ।
মতামত দিন