সোনারগাঁয়ের সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই বন্ধুর
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা ব্রিজ এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন।
বুধবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মুন্সিগঞ্জের গজারিয়ার আলাল শেখের ছেলে আশরাফুল আলম (১৭) ও একই এলাকার সেলিম মিয়ার ছেলে অসিম (১৮)। নিহত আশরাফুল স্টার ফ্লর স্কুল অ্যান্ড কলেজের ও অসিম দাউদকান্দি ডক্টর মোশারফ হোসেন কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী।
বুধবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মুন্সিগঞ্জের গজারিয়ার আলাল শেখের ছেলে আশরাফুল আলম (১৭) ও একই এলাকার সেলিম মিয়ার ছেলে অসিম (১৮)। নিহত আশরাফুল স্টার ফ্লর স্কুল অ্যান্ড কলেজের ও অসিম দাউদকান্দি ডক্টর মোশারফ হোসেন কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত দুজন সম্পর্কে বন্ধু। তারা সোনারগাঁয়ে ঘুরতে এসেছিল। বাসায় ফেরার পথে এ ঘটনা ঘটে।
কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ মোর্শেদ জানান, সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের স্বজনদের খবর দেয়া হয়েছে।
মতামত দিন