রূপগঞ্জে সেলিম প্রধানের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ, গুলিবিদ্ধসহ আহত ১০
নারায়ণগঞ্জের রূপগঞ্জে আড়ত নিয়ে দ্বন্দ্বের জেরে জাপান-বাংলাদেশ গ্রুপের চেয়ারম্যান সেলিম প্রধানের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ সহ ১০ আহত হয়েছেন।
মঙ্গলবার (২৮ জানুয়ারী) দুপুরে উপজেলার ভুলতা সাউঘাট এলাকায় সেলিম প্রধানের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, একদল সন্ত্রাসী প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে সেলিম প্রধানের বাড়িতে হামলা করে ভাঙচুর সহ অগ্নিসংযোগ করে। এ সময় তারা মোটরসাইকেল লুট করে নিয়ে যায়। তারা সবাই বিএনপি'র কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপুর অনুসারী বলে জানা গেছে।
এ ঘটনায় গুলিবিদ্ধ সহ ১০ জন আহত হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচিত জানা সম্ভব হয়নি এছাড়া অর্ধশত গাড়িতে অগ্নিসংযোগ করে লুটপাট করা হয়েছে।
ভুক্তভোগী জাপান-বাংলাদেশ গ্রুপের চেয়ারম্যান সেলিম প্রধান বলেন, বিএনপি নেতা দিপু ভূইয়ার (মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপু) নির্দেশে একদল সন্ত্রাসী আমার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। এছাড়া ৫০টি মোটরসাইকেল ও গাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে এবং লুটপাট করেছে। হামলায় একজন গুলিবিদ্ধ সহ ১০ জন আহত হয়েছে।
তিনি আরও বলেন, আমি গতকাল কোন একটি মাধ্যম থেকে জানতে পেরেছি, বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপুর ( বিএনপি'র কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য) নির্দেশে ছাত্রদল নেতা ও শুটার রাসেলকে দিয়ে আমার বাড়িতে হামলা চালিয়ে অগ্নিসংযোগ করবে। একারণে আমি পুলিশ প্রশাসনকে আগে থেকে জানিয়ে রেখেছি। তবুও শেষ রক্ষা হয়নি। আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগছি।
তিনি বলেন, বিগত আওয়ামী লীগ আমলে সাবেক মন্ত্রী গাজীর লোকজন আমার বাড়িতে হামলা ও গুলি করেছে। গতকাল সেই গাজীর ফাঁসির দাবিতে আমার এলাকার লোকজন মানববন্ধন করার ফলে আজ আমার বাড়িতে হামলা চালিয়েছে গাজীর ঘনিষ্ট লোক দিপু ভূইয়া। দিপু ভূইয়া বিএনপির করলেও গাজীর হয়ে এখন রূপগঞ্জে কাজ করছে। গাজীর সকল সেক্টর সে নিয়ন্ত্রণ করছে।
নারায়ণগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, রূপগঞ্জে বিসমিল্লাহ আড়ৎ এর ভাড়ার চুক্তি নিয়ে বিগত আওয়ামী লীগের আমলে সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর কর্মী মজিবর রহমান ও সেলিম প্রধানের মধ্যে দ্বন্দ্ব ছিল। সেই দ্বন্দ্বের জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে। এতে একজন গুলিবিদ্ধ সহ কয়েকজন আহত হয়েছেন। ৭-৮ টির মত মোটরসাইকেল পুড়িয়ে দেয়া হয়েছে। শুনেছি বিএনপি নেতার নির্দেশে এ হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মতামত দিন