ইজতেমার ঘটনায় অনুতপ্ত হয়ে তওবা করলেন সাদ পন্থী মুসল্লি
নারায়ণগঞ্জে আহমদ উল্লাহ নামে সাদপন্থী এক মুসল্লি তওবা করে দল পরিবর্তন করা একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখা গেছে।
ওই ভিডিওতে দেখা যায়, টঙ্গী ইজতেমার ময়দানের ঘটনায় অনুতপ্ত হয়ে সাদ পন্থী আহমদ উল্লাহ হেফাজত নেতা ও জুবায়ের পন্থী শায়েখ মাওলানা আবদুল আউয়ালের নিকট তওবা করলেন।
ভিডিওতে বলতে শোনা যায়, সাদ পন্থী আহমদ উল্লাহ বলেন, ‘আমি আহমদ উল্লাহ। আমার বাড়ি ফতুল্লা সস্তাপুর। আমি
গত বুধবার ফজরের নামাজ শেষে ভোর ৬টায় গাজীপুর টঙ্গীর বিশ্ব ইজতেমায় যাই এবং সেখানে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। আমি টঙ্গীর ইজতেমা ময়দানে ঘটে যাওয়া ঘটনায় অনুতপ্ত। তবে আমি বলতে পারি সাদ পন্থী হয়েও কাউকে মারধর করিনি। তবে আমি নিজের ভুল বুঝতে পেরে এখন শায়েখ মাওলানা আবদুল আউয়াল সাহেবের নিকট তওবা করেছি। আজ থেকে আর সাদ পন্থী হয়ে কাজ করবো না। আমার অনেক ভালো ভালো আলেম ওলামাদের সঙ্গে সুসম্পর্ক রয়েছে।
জানা গেছে, গত বুধবার (১৮ ডিসেম্বর) ভোরে গাজীপুরে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে মাওলানা সাদ ও জুবায়েরপন্থিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অনেক মুসল্লি নিহত আহত হয়েছেন। তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
মতামত দিন