নারায়াণগঞ্জ

টোলপ্লাজায় ৬ জন নিহতের ঘটনায় নারায়ণগঞ্জ থেকে বাসচালক গ্রেফতার

মুন্সিগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ছয় জন নিহতের ঘটনায় নারায়ণগঞ্জ থেকে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৮ ডিসেম্বর) গাজীপুর অঞ্চলের হাইওয়ে পুলিশের সুপার আ ক ম আকতারুজ্জামান বসুনিয়া আটকের বিষয়টি নিশ্চিত করেন। 

এই কর্মকর্তা  বলেন, বাসে দুই জন স্টাফ ছিল। আমরা জানতে পেরেছি নুরুন্নবী বাস চালাচ্ছিল। হাইওয়ে পুলিশ ও র‍্যাবের অভিযানে দুই জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের এখন পরিচয় ভেরিফিকেশন করা হচ্ছে। এরপর বিস্তারিত জানানো হবে।

তিনি আরও জানান, দুর্ঘটনার বিষয়ে কেরানীগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে। এবার শুধু বাস চালকের বিরুদ্ধে নয়, দুর্ঘটনায় অন্য যারা সংশ্লিষ্ট তাদের বিরুদ্ধেও মামলা হবে।

উল্লেখ্য, শুক্রবার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের টোলপ্লাজায় যাত্রীবাহী কুয়াকাটাগামী বেপারী বাস (ঢাকা মেট্রো ব-১৪-৫১৭০) থেমে থাকা প্রাইভেটকার, মোটরসাইকেল ও মাইক্রোবাসকে ধাক্কা দিলে ৬ জন নিহত হন। দুর্ঘটনার পর বাস আটক হলেও স্টাফরা পালিয়ে যায়।

মতামত দিন

বিজ্ঞপ্তি
সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com