সোনারগাঁয়ে অ্যাম্বুলেন্স-অটোরিকশা সংঘর্ষে নিহত ১
নারায়ণগঞ্জের ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে অ্যাম্বুলেন্সের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। তাদেরকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
রোববার (২৯ ডিসেম্বর) বিকেলে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ওই নারীর নাম আছিয়া খাতুন(৬০)। তার পরিচয় জানার চেষ্টা চলছে। আহতদের মধ্যে আলেয়া খাতুন(৬০) বরিশাল পিরোজপুরের নাজিরপুরের রঘুনাথপুর গ্রামের মৃত মান্নান মিয়ার স্ত্রী। বাকিদের পরিচয় জানার চেষ্টা চলছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিএনজি চালিত একটি অটোরিকশা মেঘনা টোল প্লাজার উল্টো পথ দিয়ে মেঘনা ব্রিজে উঠার সময় ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্সের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রীরা মহাসড়কে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই এক নারীর মৃত্যু হয়। আর অটোরিকশায় থাকা বাকি ৪ জন আহত হয়। তাদের মধ্যে ৩ জনকে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। এ সময় অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোরশেদ বলেন, সিএনজির সাথে অ্যাম্বুলেন্সের সংঘর্ষে একজন নিহত হয়েছে। আরও অনেকে আহত হয়েছে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। এ বিষয়ে আনইগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিএনজি চালিত একটি অটোরিকশা মেঘনা টোল প্লাজার উল্টো পথ দিয়ে মেঘনা ব্রিজে উঠার সময় ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্সের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রীরা মহাসড়কে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই এক নারীর মৃত্যু হয়। আর অটোরিকশায় থাকা বাকি ৪ জন আহত হয়। তাদের মধ্যে ৩ জনকে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। এ সময় অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোরশেদ বলেন, সিএনজির সাথে অ্যাম্বুলেন্সের সংঘর্ষে একজন নিহত হয়েছে। আরও অনেকে আহত হয়েছে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। এ বিষয়ে আনইগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মতামত দিন