সোনারগাঁ থানার ওসি বদলী
নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারীকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)'তে বদলি করা হয়েছে।গত রোববার (২৯ ডিসেম্বর) বাংলাদেশ পুলিশের এআইজি মো. মেনহাজুল আলম, (পিপিএম) এর সাক্ষরিত প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেয়া হয়। তবে ওই থানায় এখন পর্যন্ত নতুন কাউকে দায়িত্ব দেওয়া হয়নি।
নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার সোমবার সন্ধ্যায় এই তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, ৫ আগষ্টের সরকার পতনের পর গত ৮ সেপ্টেম্বর সোনারগাঁ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে মোহাম্মদ আব্দুল বারী যোগদান করেন। যোগদান করার মাত্র ৪ মাসের মধ্যেই তাকে বদলী করা হয়েছে।
মতামত দিন