Box-4

বছরের শুরুতে নতুন বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

বছরের শুরুতে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়। বুধবার (১ জানুয়ারি) বছরের প্রথম দিনই বই বিতরণ করা হয়। তবে প্রথমিকের শিক্ষার্থীরা বই পেলেও মাধ্যমিকের অনেক শিক্ষার্থী বই পায়নি। 

বছরের প্রথম দিনে নারায়ণগঞ্জ সদর উপজেলার দেওভোগস্থ লক্ষ্মীনারায়ণ বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বই বিতরণ করা হয়। ওই স্কুলের বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন গভর্নিং বডির সভাপতি দিদার খন্দকার। প্রথম থেকে পঞ্চম শ্রেণির পাঠ্যবই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। একইভাবে শহরের বেশ কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ করা হয়।

এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহানারা খানম বলেন, মাধ্যমিকের বই না এলেও প্রাথমিকের চাহিদার অর্ধেকেরও বেশি বই ইতোমধ্যে পৌঁছেছে। এসব বই শিশু শিক্ষার্থীদের হাতে বিতরণও করা হয়েছে। 

জাহানারা খানম জানান, প্রাথমিকে ৩ লাখ ১৪ হাজার বইয়ের চাহিদা ছিল। এর মধ্যে ২ লাখ ৩২ হাজার বই সরবরাহ করা হয়েছে। বছরের প্রথম দিনেই শিক্ষার্থীরা হাতে নতুন বই পেয়েছেন।

জেলা শিক্ষা অফিসার মো. ইউনুস ফারুকী বলেন, চলতি বছর নারায়ণগঞ্জে মাধ্যমিকের ৪৫ লাখ বইয়ের চাহিদা ছিল। যার মধ্যে মাত্র ১ লাখ ৮০ হাজার বই সরবরাহ করা হয়েছে। জেলায় আসা সবগুলো বই ষষ্ঠ শ্রেণির, তবে এ শ্রেণিরও সব বিষয়ের বই আসেনি। কেবল ষষ্ঠ শ্রেণির বাংলা প্রথমপত্র, দ্বিতীয় পত্র, ইংরেজি ও গণিত বই পেয়েছেন। 

মতামত দিন

বিজ্ঞপ্তি
সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com