ফতুল্লায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
ফতুল্লায় কিশোরীকে (১২) ধর্ষণের অভিযোগে মো. হাবিব (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাতে ফতুল্লার শাসনগাঁও থেকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত হাবিব ফতুল্লা মডেল থানার শাসনগাও আল আমিনের বাড়ীর ভাড়াটিয়া আব্দুল কাইয়ুম মিয়ার ছেলে।
পুলিশ জানায়, কিশোরীর পরিবার ও গ্রেপ্তারকৃত যুবক হাবিব এক সময় শাসনগাও এলাকায় পাশাপাশি বাড়িতে ভাড়া বাসায় বসবাস করতো। এক মাস পূর্বে কিশোরীর পরিবার বনশ্রী মোড়ে অন্য ভাড়া বাসায় চলে আসে। একই বাসায় থাকাকালীন সময়ে গ্রেপ্তারকৃত হাবিব প্রায় সময় কিশোরীকে নানা প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার প্রস্তাব দিয়ে আসছিলো। প্রস্তাবে রাজি না হলে কিশোরীকে বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদান করতো ওই যুবক।
পুলিশ জানায়, কিশোরীর পরিবার ও গ্রেপ্তারকৃত যুবক হাবিব এক সময় শাসনগাও এলাকায় পাশাপাশি বাড়িতে ভাড়া বাসায় বসবাস করতো। এক মাস পূর্বে কিশোরীর পরিবার বনশ্রী মোড়ে অন্য ভাড়া বাসায় চলে আসে। একই বাসায় থাকাকালীন সময়ে গ্রেপ্তারকৃত হাবিব প্রায় সময় কিশোরীকে নানা প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার প্রস্তাব দিয়ে আসছিলো। প্রস্তাবে রাজি না হলে কিশোরীকে বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদান করতো ওই যুবক।
আরও জানায়, প্রায় তিন মাস পূর্বে হাবিব তার ভাড়া বাসার কক্ষে নিয়ে ভয় দেখিয়ে ওই কিশোরীকে ধর্ষণ করে। এরপর থেকে একাধিকবার তাকে ধর্ষণ করেছে। ওই বাড়ি পরিবর্তন করে অন্যত্র চলে যাওয়ার পরেও হাবিব তার ভাড়া বাসায় নিয়ে তাকে প্রায় সময় ধর্ষণ করতো। এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন।
ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। মামলার সূত্র ধরে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।
মতামত দিন