প্রবীণ সাংবাদিক ও সম্পাদক তোফাজ্জল আর নেই
দৈনিক ইয়াদ পত্রিকার সম্পাদক ও প্রবীণ সাংবাদিক তোফাজ্জল হোসেন ইন্তেকাল করেছেন। বৃহস্পতিবার (২ জানুয়ারী) সকাল ৮টায় রাজধানীর আগারগাঁও নিউরো সাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।জানা গেছে, সম্প্রতি ব্রেইন স্ট্রোক করলে তাকে রাজধানীর নিউরো সাইন্স হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুমের প্রথম জানাজা বাদ আসর ডিআইটি মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাজা বাদ এশা কাশিপুর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। জানাজার পর মরদেহ দাফন করা হবে।
এই প্রবীণ সাংবাদিকের মৃত্যুতে নারায়ণগঞ্জের সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।
মতামত দিন