শীতে জবুথবু নারায়ণগঞ্জবাসী, ঘন কুয়াশায় ভোগান্তি
ঘন কুয়াশায় নারায়ণগঞ্জের চারদিক ঢেকে গেছে। এর সাথে বেড়েছে শীতের তীব্রতা। কনকনে হিমেল হাওয়া যেন শীতের তীব্রতাকে আরও কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। এতে বেশ ভোগান্তিতে পড়েছে পেশাজীবী শ্রমিক সহ সাধারণ মানুষ।
চারদিক কুয়াশায় ছেয়ে গেছে, মেঘাচ্ছান্ন হয়েছে আকাশ। সকাল গড়িয়ে দুপুর হয়ে এলেও সূর্যের আর দেখা মিলেনি। গ্রামাঞ্চলের পাশাপাশি জেলার শহরাঞ্চল ঘন কুয়াশার চাঁদরে ঢেকে গেছে।
হেডলাইট জ্বালিয়ে সড়কে যানবাহনের চলাচল দেখা গেছে। শীতের কাপড় পরিধান করে শীতকে উপেক্ষা করে রিকশা সহ নানা যানবাহন চালাচ্ছে খেটে খাওয়া চালকরা। তার ওপরে ঘন কুয়াশার বিড়ম্বনা দেখা দিয়েছে। দূর থেকে কিছু বুঝা যায়না। ফলে গাড়ি চালক সহ সাধারণ খেটে খাওয়া মানুষদের নানা ভোগান্তিতে পড়তে হয়েছে।
হেডলাইট জ্বালিয়ে সড়কে যানবাহনের চলাচল দেখা গেছে। শীতের কাপড় পরিধান করে শীতকে উপেক্ষা করে রিকশা সহ নানা যানবাহন চালাচ্ছে খেটে খাওয়া চালকরা। তার ওপরে ঘন কুয়াশার বিড়ম্বনা দেখা দিয়েছে। দূর থেকে কিছু বুঝা যায়না। ফলে গাড়ি চালক সহ সাধারণ খেটে খাওয়া মানুষদের নানা ভোগান্তিতে পড়তে হয়েছে।
এদিকে ঘন কুয়াশার সাথে শীতের হিমেল হাওয়া বেশ তীব্র আকার ধারণ করেছে। কনকনে শীতে সাধারণ মানুষের জীবন যাত্রা ব্যাহত হচ্ছে। ঠান্ডা জড়িত রোগ সহ নানা প্রাদুর্ভাব দেখা দিয়েছে।
রিকশা চালক ফরিদ মিয়া বলেন, সকাল থেকে প্রচণ্ড শীত পড়েছে। শীতের কাপড় পড়েও সামাল দেওয়া যাচ্ছে না। তার উপরে ঘন কুয়াশায় চারদিকে কিছু দেখা যাচ্ছে না। এতে করে সড়ক দুর্ঘটনা হওয়ার ভয় থাকে।
শিক্ষার্থী মনির হোসেন বলেন, ‘সকালে ভার্সিটিতে যেতে পারিনি। শীতের তীব্রতার সাথে তাল মিলিয়ে ঘন কুয়াশা বেড়েছে। যে কারণে আজ বাড়ি থেকে বের হইনি।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আবহাওয়া প্রায় শুষ্ক থাকলেও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এই সময় পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ৬-১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। আর আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে।
মতামত দিন