গাজী কারখানায় নিখোঁজদের সন্ধান চেয়ে রূপগঞ্জ থানা ঘেরাও
নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের সন্ধান চেয়ে এবার থানা ঘেরাও করেছেন তাঁদের স্বজনেরা। বুধবার সকালে রূপগঞ্জ থানা কার্যালয় ঘেরাও করেছে নিখোঁজ ব্যক্তিদের অর্ধশতাধিক স্বজনরা। পরে দুপুর আড়াইটা দিকে পুলিশ তাদের আশ্বস্ত করলে ঘেরাও কর্মসূচি স্থগিত করা হয়।
জানা গেছে, সকালে বিক্ষোভরত স্বজনেরা থানা ভবনের ভেতরে ঢুকতে চাইলে কলাপসিবল গেট বন্ধ করে দেয় পুলিশ। পরে তাঁরা থানা ফটকে অবস্থান নেন। পুলিশের পক্ষ থেকে স্বজনদের আশ্বস্ত করা হলে বেলা দুইটার দিকে তাঁরা থানা ফটক ছাড়েন।
স্বজনদের দাবি, আগুনের ঘটনার চার মাস পেরিয়ে গেলেও নিখোঁজদের কোনো সন্ধান দিতে পারেনি সরকারি কোনো সংস্থা। অগ্নিকাণ্ডের ঘটনায় তাঁদের মৃত্যু হয়েছে কি না, সে ব্যাপারে নিশ্চিত করে কিছু বলছেন না প্রশাসনের লোকজন। কারখানার ভেতরে দেহাবশেষ কিছু আছে কি না, সে ব্যাপারেও অনুসন্ধান চালানো হয়নি। নিখোঁজ ব্যক্তিদের সন্ধান দিতে প্রশাসন অবহেলা করছে বলেও অভিযোগ করেন স্বজনেরা।
রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার বাসিন্দা ফারজানার দাবি, তাঁর কাপড় বিক্রেতা স্বামী মো. ফয়সাল (৩০) গত ২৫ আগস্ট রাত থেকে নিখোঁজ। সেই রাতে রূপসীর গাজী টায়ারস কারখানায় আগুনের ঘটনার পর ভাতিজাকে খুঁজতে কারখানার ভেতরে যান তিনি। ভাতিজা বাড়ি ফিরলেও ফয়সালের কোনো খোঁজ পাওয়া যায়নি।
রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, ‘নিখোঁজদের একটি তালিকা প্রশাসনের পক্ষ থেকে যাচাই-বাছাইয়ের জন্য পুলিশের কাছে দেওয়া হয়েছে। এই তালিকা ধরে কাজ করছে পুলিশ। নিখোঁজদের সপক্ষে তথ্য যাচাই করছি। তাঁদের ব্যাপারে ডেটাগুলো কালেক্ট করছি। তবে এটি সময়সাপেক্ষ ব্যাপার।
এর আগে গত ২৯ ডিসেম্বর একই দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তাঁরা।
প্রসঙ্গত, আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ২৫ আগস্ট আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীর মালিকানাধীন গাজী টায়ারসের ছয়তলা ভবনে লুটপাটের পর আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় কারখানাটিতে লুটপাটের সময় সেখানে থাকা শতাধিক মানুষ নিখোঁজ হন। টানা পাঁচ দিন কারখানায় আগুন জ্বলার পর আগুন নিয়ন্ত্রণে এলেও নিখোঁজ ব্যক্তিদের দেহাবশেষ উদ্ধারে কোনো তৎপরতা দেখা যায়নি প্রশাসনের। উল্টো তারা ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে তাদের কার্যক্রম সমাপ্ত করে। এ ঘটনায় গত ১২ সেপ্টেম্বর জেলা প্রশাসনের এক তদন্ত প্রতিবেদনে এ অগ্নিকাণ্ডে ১৮২ জন নিখোঁজ রয়েছেন বলে জানানো হয়।
মতামত দিন