রোমান হত্যা মামলায় ৩ দিনের রিমান্ডে পাটমন্ত্রী গাজী
নারায়ণগঞ্জের রূপগঞ্জে রোমান হত্যা মামলায় দ্বিতীয় দফায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে তিন দিনের রিমান্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলীর আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান বলেন, ৭ দিনের রিমান্ড আবেদন করলে আদালত তিন দিনের রিমান্ড মুঞ্জুর করেন।
এর আগে গত ২৫ আগস্ট রাজধানীর একটি বাসা থেকে গ্রেপ্তার হন গোলাম দস্তগীর গাজী। তিনি নারায়ণগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন। গ্রেপ্তারের পর ওই দিন এই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নিয়েছিল রূপগঞ্জ থানার পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান বলেন, ৭ দিনের রিমান্ড আবেদন করলে আদালত তিন দিনের রিমান্ড মুঞ্জুর করেন।
এর আগে গত ২৫ আগস্ট রাজধানীর একটি বাসা থেকে গ্রেপ্তার হন গোলাম দস্তগীর গাজী। তিনি নারায়ণগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন। গ্রেপ্তারের পর ওই দিন এই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নিয়েছিল রূপগঞ্জ থানার পুলিশ।
প্রসঙ্গত, গত ২১ আগস্ট দশম শ্রেণির ছাত্র রোমান মিয়াকে গুলি করে হত্যার অভিযোগে দায়ের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, গোলাম দস্তগীর গাজীসহ ৪৫ জনকে আসামি করা হয়। গত ৫ আগস্ট গুলিবিদ্ধ হয়ে নিহত রোমান মিয়ার খালা রিনা বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলাটি করেন।
মতামত দিন