নারায়ণগঞ্জে শামীম ওসমানের জুলুম সবাই দেখেছে : সামান্থা
জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্থা শারমিন বলেন, চাদাবাজদের পোষ্টারে ছেয়ে গেছে নারায়ণগঞ্জ। নতুন ওসমান হবার জন্য লাইন ধরেছে। কিন্তু বিপ্লবের যে একটা ঘোষণাপত্র লাগে সেটা নিয়ে তাদের মাথাব্যাথা নাই। এই নারায়ণগঞ্জে শামীম ওসমান কি জুলুম করেছে তা আমরা সবাই দেখেছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া শহীদ মিনারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে এক সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দিবো কিনা তা নিয়ে আমাদের রাজনৈতিক ঐক্যমতের প্রয়োজন আছে। শামীম ওসমান সহ তাদের সুবিধাভোগীদের বিচারের আওতায় আনতে হবে। এই বিচারের জন্য আমাদের ঘোষণাপত্র প্রয়োজন। আমরা দেখেছি ৩টি অবৈধ নির্বাচন যা আমাদের তরুনদের আশাহত করেছে। আমরা ভোট দিতে পারিনি। এই মুহূর্তে গণপরিষদ নির্বাচন প্রয়োজন, এছাড়া ভিন্ন কোন নির্বাচনের যৌক্তিকতা নাই। ঘোষণাপত্রে এর সবকিছু উল্লেখ থাকতে হবে। ঘোষণাপত্র তরুণদের ম্যান্ডেট হিসেবে কাজ করবে। ঘোষণাপত্র না হলে ইতিহাস থেকে আমাদের বিপ্লবকে মুছে ফেলার চেষ্টা করা হবে। আমরা তা হতে দিব না। বর্তমান রাজনৈতিক দলগুলো তরুণদের পালস বুঝতে পারেনি, তাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আবারও ঘোষণাপত্রের জন্য মাঠে নেমেছে।
পথসভায় আরও বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন, যুগ্ম আহবায়ক আলী আহসান জোনায়েদ, সহ মুখপাত্র আরেফীন মুহাম্মাদ হিজবুল্লাহ। অন্যান্যদের ভেতর উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সদস্য শওকত আলী, সাবিত আল হাসান, তামিম আহমেদ, তুহিন মাহমুদ প্রমুখ।
পরে চাষাঢ়া থেকে রোডমার্চ করে সিদ্ধিরগঞ্জ থানার চিটাগাং রোড এবং সোনারগাঁও থানার কাচপুরে আরও দুটি পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়।
পথসভায় আরও বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন, যুগ্ম আহবায়ক আলী আহসান জোনায়েদ, সহ মুখপাত্র আরেফীন মুহাম্মাদ হিজবুল্লাহ। অন্যান্যদের ভেতর উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সদস্য শওকত আলী, সাবিত আল হাসান, তামিম আহমেদ, তুহিন মাহমুদ প্রমুখ।
পরে চাষাঢ়া থেকে রোডমার্চ করে সিদ্ধিরগঞ্জ থানার চিটাগাং রোড এবং সোনারগাঁও থানার কাচপুরে আরও দুটি পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়।
মতামত দিন