রাজনীতি

শহরজুড়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পোস্টারে পোস্টারে কিসের বার্তা

নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন স্থানে রাতের আধাঁতে পোস্টার সাটিয়েছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। সেই পোস্টারে বড় করে লেখা রয়েছে, ‘শেখ হাসিনাতেই আস্থা।’

বুধবার (২২ জানুয়ারি) দিবাগত গভীর রাতে এমন পোস্টার লাগানোর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রথম পোস্ট করেন নারায়ণগঞ্জ ছাত্রলীগ নেতা সোহানুর রহমান শুভ্র। পরে ৫ আগস্টে পালিয়ে যাওয়া সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমানের পেজ থেকেও একই ছবি পোস্ট করা হয়।

ছবিগুলোতে দেখা যায়, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে, ডাক বাংলোর বাইরে, সরকারি তোলারাম কলেজ বিশ্ববিদ্যালয়ের সামনে সহ বিভিন্ন স্থানে পোস্টারিং করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগ।  একটি ছবিতে দেখা যায়, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি ঢেকে দিয়ে তার উপর এই পোস্টার লাগানো হয়। পোস্টারে গণহত্যার দায়ে অভিযুক্ত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পলাতক আওয়ামীলীগ নেতা শামীম ওসমান ও তার ছেলে অয়ন ওসমানের ছবি দেয়া। এতে লেখা আছে, শেখ হাসিনাতেই আস্থা, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগ।

ছবিটি পোস্ট দিয়ে জেলা ছাত্রলীগ নেতা সোহানুর রহমান শুভ্রর আইডি ও সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমানের ফেসবুক পেজ থেকে ক্যাপশন দেয়া হয়। সেখানে লেখা হয়, ‘শেখ হাসিনাতেই আস্থা। নারায়ণগঞ্জ- এ শহর দেশরত্ন শেখ হাসিনার শহর। এ শহর জননেতা এ কে এম শামীম ওসমানের শহর। এ শহর জনাব অয়ন ওসমানের শহর। জয় বাংলা ‘

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী আতা ই রাব্বী চৌধুরী জানান, ‘নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ রাতের আধারে পোস্টার টানানোর মাধ্যমে জানান দিচ্ছে এটা তারাই করবে, কারণ তারা রাতের আঁধারে ভোট চুরি করে। এখন দিনে পালিয়ে থাকে রাতে উপস্থিত জানান দেয়।’

মতামত দিন

বিজ্ঞপ্তি
সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com