নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলেন বদু প্যানেলের প্রার্থী পোদ্দার !
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে খাবারের টোকেন দিয়েছেন বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশন নির্বাচনের সাধারণ গ্রুপের পরিচালক পদ প্রার্থী বৈদ্যনাথ পোদ্দার। এ ঘটনায় অভিযোগ ও সত্যতা পেলে প্রার্থীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নির্বাচন কমিশন জানিয়েছেন।
সোমবার (২৭ জানুয়ারী) এই প্রার্থী পোস্টার বিতরণের সময় খাবারের টোকেন বিতরণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত এই প্রার্থী বদিউজ্জামান বদু প্যানেলের সাধারণ গ্রুপে পরিচালক পদে লড়াই করবেন। তিনি নিউ দুরন্ত হোসিয়ারীর স্বত্ত্বাধিকারী।
জানা গেছে, সাধারণ গ্রুপে পরিচালক পদপ্রার্থী বৈদ্যনাথ পোদ্দার আগামী ২৯ জানুয়ারী বুধবার নারায়ণগঞ্জ নগরীর বিবি রোডের নাসিম ওসমান প্লাজায় হোয়াইট হাউজ রেস্টুরেন্ট নামক রেস্টুরেন্টে সকল প্রার্থী ও সকল ভোটারদের জন্য আপ্যায়নের আয়োজন করেছেন। সে উপলক্ষ্যে বৈদ্যনাথ পোদ্দার হোসিয়ারীর সকল ভোটারদের কাছে নির্বাচনী প্রচারপত্রের সঙ্গে আপ্যায়নের টোকেন পাঠাচ্ছেন। প্রচারপত্রের সঙ্গে পিনআপ করে আপ্যায়নের দাওয়াত দিচ্ছেন তিনি। সেদিন সকাল ১১টা থেকে দিনব্যাপী বিকেলে ৫টা পর্যন্ত ভোটারদের মাঝে খাবার বিতরণ করা হবে।
নির্বাচনের প্রার্থীরা জানিয়েছেন, বৈদ্যনাথ পোদ্দার বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশন নির্বাচনের নির্বাচনী আচরণবিধি লংঘণ করেছেন।
স্বতন্ত্র ঐক্য হোসিয়ারী মালিক ঐক্য ফোরামের সাধারণ গ্রুপের পরিচালক প্রার্থী দিদার খন্দকার বলেন, এভাবে ভোটারদের খাবারের টোকেন দিয়ে আপ্যায়নের মাধ্যমে ভোট প্রার্থনার কোনো নিয়ম হোসিয়ারী এসোসিয়শন নির্বাচনে নাই। বৈদ্যনাথ পোদ্দার সুস্পষ্টভাবে নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করেছেন। আশা করি, নির্বাচন কমিশন যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।
উল্লেখ্য, আগামী ৩ ফেব্রয়ারী সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত হোসিয়ারী কমিউনিটি সেন্টারে ভোট গ্রহণ চলবে।
মতামত দিন