নারায়ণগঞ্জে নারী উদ্যোক্তাদের স্বল্প মূল্যের পণ্য পেল ২০০ পরিবার
নারায়ণগঞ্জ শহরে নারী উদ্যোক্তাদের স্বল্প মূল্যের নিত্যপ্রয়োজনীয় পণ্য ২০০ পরিবারকে দেওয়া হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে শহরের দেওভোগ এলাকায় নারী উদ্যোক্তাদের উদ্যোগে এই পণ্য দেয়া হয়।সরেজমিনে ঘুরে দেখা যায়, বাজার মূল্যের চেয়ে ৮০ টাকা কমে ৪৫০ টাকায় ৫ কেজি আটা, এক কেজি সয়াবিন তেল ও এক কেজি মসুর ডাল দেওয়া হচ্ছে প্রত্যেক পরিবারকে।
নারায়ণগঞ্জ জেলা নারী উদ্যোক্তাদের সংগঠক ও নারী উদ্যোক্তা সাবিহা আরজুমান আইভি বলেন, দ্রব্যমূলের উর্ধ্বগতির সময় নিম্ন আয়ের মানুষদের সহযোগিতা করতে আমাদের এই উদ্যোগ। এছাড়া বাজার সিন্ডিকেট ভাঙতে আমাদের এ উদ্যোগ সারা দেশব্যাপী করার পরিকল্পনা রয়েছে। মূলত যে সমস্ত পণ্যের ঊর্ধ্বগতি রয়েছে সেসব পণ্য দিচ্ছি। এতে করে যেন নিম্ন আয়ের মানুষের কিছুটা হলেও সুবিধা হয়। আগামীতে পণ্যের সংখ্যা আরো বাড়বে।
তিনি আরও বলেন, বাজারে সিন্ডিকেট সহ নানান ধরনের খরচের কারণে পন্যের দাম বেড়ে যায়। আর আমরা সরাসরি প্রোডাকশন লেভেল থেকে পণ্যটা নিয়ে আসি। যাতে করে খরচ কম হয়। খরচ যত কম হবে আমরা তত অল্প মূল্যে পণ্য দিতে পারবো।
এ সময় আরও উপস্থিত ছিলেন সমাজসেবক কবির হোসেন খান, নারী উদ্যোক্তা মায়া খন্দকার, সমাজসেবক আজিজ খন্দকার, বিএনপি নেতা পারভেজ মল্লিক, নাকিবুর রহমান খান তানজিল, নারী উদ্যোক্তা পান্না আক্তার, কাকলি বেগম, ওমর আরিফিন মিশু, আসিফ মোল্লাসহ প্রমুখ।
মতামত দিন