রাজনীতি

স্বেচ্ছাসেবক দলের নেতা মামুনকে গুলি করে হত্যা

নারায়ণগঞ্জের ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক মামুন হোসাইনকে (৪২) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

 শুক্রবার (৭ ফেব্রুয়ারি) ভোরে পূর্ব লালপুর রেললাইন এলাকায় তার ইট বালু ব্যবসা প্রতিষ্ঠানের সামনে থেকে তার লাশ উদ্ধার করা হয়।

তিনি মামুন হোসাইন এলাকার মৃত সুমন আলী ব্যাপারীর ছেলে। নিহত মামুন ইট, বালু ব্যবসায়ী।

নিহত মামুনের বড় ভাই আমজাদ হোসেন বলেন, রাতে মামুন বাসায় ঘুমিয়ে ছিলেন। কে বা কারা তাকে বাসা থেকে ডেকে নিয়ে যায় রেললাইন সংলগ্ন মামুনের মালিকানাধীন মা-বাবার দোয়া নামের ব্যবসা প্রতিষ্ঠানের সামনে। সেখানেই মামুনকে গুলি করে হত্যা করে পালিয়ে যায় হত্যাকারীরা। গুলির শব্দ শুনে আজাদ নামের এক ছেলে স্বজনদের জানায়। আজাদ নিয়মিত মামুনের অফিসের ভিতর ঘুমায়। পরে পরিবারের সদস্যদের সহোযোগিতায় খানপুর হাসপাতালে নিয়ে আসা হলে ডাক্তাররা তাকে মৃত ঘোষনা করে।

তিনি আরো বলেন, আজাদ তাকে জানিয়েছে যে গুলির শব্দ শুনতে পেয়ে বাহিরে এসে দেখে মামুনের নিথর দেহ পড়ে আছে। এসময় দুজন ছেলেকে দৌড়ে কোতালেরবাগ এলাকার দিকে চলে যেতে দেখে।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল মিয়া বলেন, নিহত মামুন ইট-বালু ও সিমেন্ট ব্যবসায়ী। প্রতি রাতে মালামাল লোড-আনলোডের সময়ে উপস্থিত থাকেন তিনি। তবে শুক্রবার ভোর রাত সাড়ে ৪টায় তাকে কেবা কারা ফোন করে ডেকে আনে। ওই সময় তার ডান চোখে অস্ত্র ঠেকিয়া গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে।

 এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হত্যাকারীদের শনাক্ত করতে পুলিশের একাধিক টিম কাজ করছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মতামত দিন

বিজ্ঞপ্তি
সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com