নারায়াণগঞ্জ

শহরে বৃদ্ধকে গলা কেটে হত্যার অভিযোগ

নারায়ণগঞ্জ শহরে উৎপল রায় (৬২) নামে এক ব্যক্তিকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে শহরের টানবাজার সাহাপাড়া এলাকায় ভাড়া বাসার ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত উৎপল রায় ওই এলাকার শংকর সাহার মালিকানাধীন সাততলা ভবনের চতুর্থ তলায় একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন। তিনি ২ ছেলে সন্তানের জনক ছিলেন।

বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) সেভ দ্যা চিলড্রেনের কর্মকর্তা ও চিকিৎসক উজ্জ্বল রায় জানিয়েছেন, রাত সাড়ে ৯টার দিকে বাসার দরজায় এসে অনেক ডাকাডাকি করলেও কেউ দরজা খোলেনি। পরে দরজার লক ভেঙে ভেতরে প্রবেশ করে বাবার গলা কাটা লাশ দেখতে পাই।

তিনি আরও বলেন, বন্দর উপজেলা থেকে একজন গৃহকর্মী নিয়মিত বাসায় এসে কাজ করতেন। আজ সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ৭টার মধ্যে তিনি বাসায় এসেছিলেন। পরে আবার রাত ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে তিনি চলে যান। এছাড়া আর কেউ বাসায় এসেছিলেন কিনা জানা নেই।

 বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) জামাল উদ্দিন বলেন, এনজিও কর্মকর্তার বাবার লাশ উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডের সাথে জড়িতদের সনাক্ত করে আইনের আওতায় আনা হবে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
 

মতামত দিন

বিজ্ঞপ্তি
সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com