Box-6

আওয়ামীলীগ কর্মীরা এখন স্বেচ্ছাসেবক দলের কমিটিতে!

সরকার পরিবর্তনের পর আওয়ামী লীগের কর্মীরা এখন স্বেচ্ছাসেবক দলের থানা ও উপজেলা কমিটির যুগ্ম-আহ্বায়ক পদে রাখা হয়েছে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও বন্দর থানা স্বেচ্ছাসেবকদলের কমিটিতে এমন ঘটনা ঘটেছে। ওই ব্যক্তিদের নাম ইঞ্জিনিয়ার শামসুল আলম ও মো. নুর মস্তান।

নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের অনুমোদিত কমিটির কাগজপত্র পর্যালোচনা করে দেখা গেছে, ১৭ ফেব্রুয়ারি সোমবার এই কমিটির অনুমোদন করা হয়। ৩১ সদস্য বিশিষ্ট সিদ্ধিরগঞ্জ থানা কমিটির ৬ নম্বর যুগ্ম-আহ্বায়ক ইঞ্জিনিয়ার শামসুল আলম ও বন্দর উপজেলার ৯ নম্বর যুগ্ম আহ্বায়ক নুর মস্তান। স্বেচ্ছাসেবক দলের নারায়ণগঞ্জ মহানগর শাখার আহ্বায়ক শাখাওয়াত ইসলাম রানা  ও সদস্য সচিব মমিনুর রহমান বাবুর স্বাক্ষরে অনুমোদনকৃত কমিটিতে যুগ্ম আহ্বায়ক হন তারা দুইজন।

এরপর বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, একটি পোস্টারে ২১ ফেব্রুয়ারির শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন শামসুল আলম। তাতে শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা ও জয়ের ছবি রয়েছে। এছাড়া সেই পোস্টারে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান ও সাধারণ সম্পাদক হাজী ইয়াসিন মিয়ার ছবি রয়েছে।

তবে এ বিষয়ে মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুর রহমান বাবু বলেন, শামসুল আলমের ছবিটি আমাদের কাছে ফেইক মনে হচ্ছে। তবে আমরা আরও তথ্য প্রমাণ পেলে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করব।

অন্যদিকে বন্দর উপজেলা কমিটিতে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীদের সঙ্গে তোলা নুর মস্তানেরও কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বিএনপির নেতাকর্মীরা অভিযোগে জানান, নারায়ণগঞ্জ মহানগর সেচ্ছাসেবকদলের আওতাধীন সিদ্ধিরগঞ্জ ও বন্দরে আহ্বায়ক কমিটিতে আওয়ামী লীগের নেতাদের বিএনপিতে পুনর্বাসন করা হচ্ছে। যারা বিগত ১৭ বছর আওয়ামী লীগের রাজনীতি করেছে তাদেরকে কমিটিতে জায়গা দিয়ে প্রকৃত বিএনপির নেতাকর্মীদের বঞ্চিত করা হচ্ছে।

তারা আরও বলেন, অবিলম্বে সাখাওয়াত ইসলাম রানা ও মমিনুর রহমান বাবুর নেতৃত্বাধীন মহানগর সেচ্ছাসেবক দলের কমিটি বিলুপ্ত করে সৎ ও ত্যাগীদের দিয়ে নারায়ণগঞ্জ মহানগর সেচ্ছাসেবকদলের কমিটি দেয়ার দাবি জানাচ্ছি।

এ বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুর রহমান বাবু বলেন, অনেক দিন পর আমার কমিটি ঘোষণা করেছি। এজন্য তেমন যাচাই-বাছাই করার সুযোগ হয়নি। তবে আমরা কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ পেয়েছি। সব তথ্য প্রমাণ যাচাই-বাছাই করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আওয়ামী লীগ ঘেষা কাউকেই আমরা কমিটিতে রাখব না।

অভিযুক্ত সিদ্ধিরগঞ্জ থানা শাখার যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার শামসুল আলম ও বন্দর শাখার যুগ্ম আহ্বায়ক মো. নুর মস্তানের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তা বন্ধ পাওয়া যায়।

মতামত দিন

বিজ্ঞপ্তি
সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com