Box-4

ধর্ম অবমাননার অভিযোগে আটক দুই যুবকের বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জের বন্দরে ইসলাম ধর্ম ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে আটক দুই যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডের আইন বিষয়ক কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন বাদী হয়ে বন্দর থানায় তাদের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও ধর্ম অবমাননার অভিযোগে মামলা করেন।

মামলায় আসামিরা হলেন- ঠাকুরগাঁও জেলার সদর থানার মন্ডলাদাম এলাকার অনিল চন্দ্র সূত্রধরের ছেলে অমৃত সূত্রধর (৫২) ও নারায়ণগঞ্জের বন্দর থানার সোনাকান্দাস্থ সোনাবিবি রোড এলাকার মৃত গণেশ চন্দ্র মজুমদারের ছেলে সঞ্জীত কুমার মজুমদার (৫০)।

 বৃহস্পতিবার দুপুরে পুলিশ আটক দুই আসামিকে আদালতে পাঠিয়েছে।

মামলার তথ্য অনুযায়ী, অভিযুক্ত অমৃত সূত্রধর ও সঞ্জীত কুমার মজুমদার দীর্ঘদিন ধরে ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডে কর্মরত ছিলেন। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে বন্দর থানাধীন সোনাকান্দা এলাকায় ডকইয়ার্ডের কার্পেন্ট্রি শপে কাজ করার সময় তারা ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার উদ্দেশ্যে ইসলাম ধর্ম ও মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তিপূর্ণ মন্তব্য করেন। এ ঘটনায় সহকর্মীদের মধ্যে চরম ক্ষোভ ছড়িয়ে পড়ে। দুপুরের পর বিষয়টি প্রতিষ্ঠানের বাইরে জানাজানি হলে সন্ধ্যার দিকে প্রায় দুই হাজার থেকে আড়াই হাজার মানুষ ডকইয়ার্ডের প্রধান ফটকের সামনে জড়ো হন। তারা প্রতিবাদ ও বিক্ষোভ শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিকেলে উত্তেজিত জনতা অমৃত ও সঞ্জীতকে আটক করে মারধর করেন। পরে পুলিশ এসে তাদের উদ্ধার করে হেফাজতে নেয়।

বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান বলেন, "সকালে ডকইয়ার্ডের কয়েকজন শ্রমিকের মধ্যে তর্ক হয়। তর্কের এক পর্যায়ে অভিযুক্ত দুইজন ইসলাম ধর্ম ও মহানবী (সা.)-কে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হলে বিকেলে উত্তেজিত জনতা ডকইয়ার্ডের সামনে জড়ো হয় এবং বিক্ষোভ শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ হস্তক্ষেপ করে এবং অভিযুক্তদের আটক করে থানায় নিয়ে যায়। অভিযুক্ত দুজনকে ডকইয়ার্ড কর্তৃপক্ষ বরখাস্ত করেছে।’

মতামত দিন

বিজ্ঞপ্তি
সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com