নারায়াণগঞ্জ

শিশুকে অপহরণের পর হত্যা, ৩ জনের মৃত্যুদন্ড

নারায়ণগঞ্জের রূপগঞ্জের টেকপাড়া এলাকার ৩ বছরের শিশু জুইকে অপহরণের পর হত্যার দায়ে তিনজনের মৃত্যুদন্ড দিয়েছে আদালত।

দুপুরে নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল এ রায় ঘোষণা করেন। এসময় আসামীরা আদালতে উপস্থিত ছিলেন।
আসামিরা হলেন, শাহজালাল, আশরাফুল ও জাকির হোসেন। তারা কুড়িগ্রামের বুরুঙ্গামারী উপজেলার বাসিন্দা। ভাড়া থাকতেন রূপগঞ্জে।

মামলার রাষ্ট্র পক্ষের আইনজীবী রকিব উদ্দিন জানান, ২০১৮ সালের ১৮ অক্টোবর ভোরে নিজ বাড়ি থেকে শিশু জুই আক্তারকে অপহরণ করে ওই তিন আসামি। এরপর শিশুটিকে জীবিত ফেরত দিতে ১০ লাখ টাকা মুক্তিপন দাবি করে। পরদিন সকালে বাড়ির পাশের বালুর মাঠ থেকে শিশু জুইয়ের হাত-পা বাঁধা অবস্থায় বস্তাবন্দি লাশ পাওয়া যায়। এ ঘটনায় শিশুটির বাবা আনোয়ার হোসেন বাদী হয়ে হত্যা মামলা করেন। পুলিশ আসামিদের গ্রেপ্তারের পর বেড়িয়ে আসে তারা ছিলেন শিশুটির বাড়ির ভাড়াটিয়া। পরবর্তী দুই আসামী জবানবন্দিতে শিশুটিকে হত্যার কথা স্বিকার করেন। মামলাটিতে ৬ জনের সাক্ষ্য শেষে আজ আদালত তিন আসামির মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন।

মতামত দিন

বিজ্ঞপ্তি
সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - [email protected]