নারায়াণগঞ্জ

অসুস্থ সাংবাদিক সাজুর পাশে মহানগর জামায়াতে ইসলাম

অসুস্থ সাংবাদিক আশিকুর রহমান সাজুর সুস্থতা চেয়ে দোয়া করলেন মহানগরী জামায়াতের প্রচারও মিডিয়া সম্পাদক হাফেজ আবদুল মোমিন। বৃহস্পতিবার বিকালে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর পক্ষ থেকে তার খোঁজ খবর নেওয়া হয়। 

দোয়া শেষে হাফেজ আবদুল মোমিন বলেন নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা আবদুল জব্বার ভাই আশিকুর রহমান সাজুর পরিবারের খোঁজ খবর নিয়েছেন, সুস্থতা চেয়ে  আল্লাহর কাছে দোয়া করেছেন, সেই সাথে তার পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাবাজার পত্রিকার নারায়ণগঞ্জ প্রতিনিধি ইউসুফ আলী প্রধান, সাংবাদিক মশিউর রহমান।
 
উল্লেখ্য, আশিকুর রহমান  সাজু ফটো সাংবাদিক মশিউর রহমানের ছোট ভাই, দৈনিক নয়া দিগন্তের মাল্টিমিডিয়া নারায়ণগঞ্জ প্রতিনিধি। তিনি গত ফেব্রুয়ারি মাসে ঘুমের মধ্যে ব্রেইন স্টোক করলে  মস্তিষ্কের আঘাতে এক পা এক হাত অবশ বা অনূভুতিহীন  হয়ে যায়। ঢাকা নিউরোসাইন্স হাসপাতালে চিকিৎসা নিয়ে বর্তমানে নারায়ণগঞ্জ পপুলার হাসপাতালের পরামর্শে বাসায় ফিজিওথেরাপি নিচ্ছেন।

মতামত দিন

বিজ্ঞপ্তি
সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com