রাজনীতি

শরীরের চামড়া দিয়ে জুতা বানালেও নারায়ণগঞ্জবাসীর ঋণ শোধ হবে না : জাকির খান

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান বলেন, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে তারেক রহমানের ৩১ দফা দাবি বাস্তবায়ন করবো। শেখ হাসিনার সরকারের মাধ্যমে আমরা রাজনৈতিকভাবে যেভাবে হেয়প্রতিপন্ন হয়েছি আমাদের পরবর্তী প্রজন্ম যেন তার শিকার না হয়। সে বিষয়ে আমরা কাজ করবো।

রোববার (১৩ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে মুক্ত হয়ে তিনি এ কথা বলেন। 

তিনি আরও বলেন, আমার শরীরের চামড়া দিয়ে জুতা বানিয়ে দিলেও নারায়ণগঞ্জবাসীর ঋণ কখনো শোধ হবে না। নারায়ণগঞ্জবাসীর অনেক ভালোবাসা আমি পেয়েছি। আর আমি মুসলিম হিসেবে ফিলিস্তিনে ইসরায়েলী আগ্রাসনের ঘটনায় তীব্র নিন্দা জানাই। আজ আমি এখান থেকে বাড়ি গিয়ে আমার মায়ের হাতে ভাত খাবো। 

জানা গেছে, ৩৩টি মামলার আসামি ছিলেন জাকির খান। দীর্ঘদিন পলাতক থাকার পর ২০২২ সালের ৩ সেপ্টেম্বর র‌্যাব-১১ এর একটি অভিযানে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর ধাপে ধাপে বিভিন্ন মামলায় জামিন পান তিনি। চলতি বছরের ৭ জানুয়ারি সাব্বির আলম হত্যা মামলার রায়ে তিনি খালাস পান। 

মতামত দিন

বিজ্ঞপ্তি
সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com