র্যাবের অভিযানে ৭ হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭টি হত্যা মামলার পলাতক আসামি আপেল মাহমুদ (৪৩)কে গ্রেপ্তার করেছে র্যাব ১১।
রবিবার (১৩ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সাহায্যে মুন্সিগঞ্জের কেওয়ার লোহারপুল গাবতলা মসজিদ সংলগ্ন এলাকা হতে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি আপেল মাহমুদ সাভারের ভাটাপাড়া রেডিও কলোনির মৃত শুকুর মুন্সীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলাম।
র্যাব কর্মকর্তা জানান, গত ১৩ এপ্রিল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সাহায্যে মুন্সিগঞ্জের কেওয়ার লোহারপুল গাবতলা মসজিদ সংলগ্ন এলাকা হতে রাজধানীর সাভার থানার ৭টি হত্যা মামলার এজাহার নামীয় পলাতক আসামি আপেল মাহমুদ কে গ্রেফতার করা হয়।
মতামত দিন