নারায়াণগঞ্জ

ফতুল্লায় মুরাদ হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় মুরাদ হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মো. মাসুমকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। মঙ্গলবার (১৫ এপ্রিল) দিবাগত রাতে  নারায়ণগঞ্জের ফতুল্লা তল্লা ছোট মসজিদ এলাকা হতে তাকে গ্রেপ্তার করা হয়। 

বুধবার (১৬ এপ্রিল) নারায়ণগঞ্জ আদমজীনগর র‍্যাব-১১ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার মো. ইশতিয়াক হোসাইন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

গ্রেপ্তারকৃত মাসুম ফতুল্লা তল্লা ছোট মসজিদ এলাকার আব্দুল আহাদের ছেলে। তিনি মুরাদ হত্যা মামলার
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। 

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গত ২০০৪ সালের আগস্ট মাসে সাজাপ্রাপ্ত আসামী মো. মাসুমসহ তার সহযোগিরা মিলে মুরাদকে বাসা থেকে ডেকে নিয়ে হত্যা করে। এই ঘটনায় মুরাদের মা সাহারা খাতুন বাদী হয়ে ফতুল্লা থানায় হত্যা মামলা দায়ের করে। সেই মামলার বিচার কার্যক্রম শেষে আসামি মাসুমকে যাবজ্জীবন কারাদন্ড দেয় আদালত। 

র‌্যাব আরও জানায়, পরবর্তীতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গত মঙ্গলবার দিবাগত রাতে হত্যা মামলা আসামি মো. মাসুম কে নারায়ণগঞ্জের ফতুল্লা ছোট মসজিদ এলাকা থেকে গ্রেপ্তার করে র‍্যাব-১১। গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য নারায়ণগঞ্জ ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।

মতামত দিন

বিজ্ঞপ্তি
সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com