নারায়াণগঞ্জ

জমকালো আয়োজনে ইউএস বাংলা মেডিকেল কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

রূপগঞ্জের ইউএস বাংলা মেডিকেল কলেজের ১১ তম প্রতিষ্ঠাবার্ষিকী জমকালো আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে। সোমবার (২১ এপ্রিল) প্রতিষ্ঠানটির নিজস্ব ক্যাম্পাসে এই আয়োজন করা হয়।

কলেজের অধ্যক্ষ বিগ্রেডিয়ার জেনা (অব:) ডা. মো. আজিজুল ইসলামের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের প্রাক্তন অধ্যক্ষ বিগ্রেডিয়ার জেনা (অব:) অধ্যাপক ডা. মো. সাজ্জাদুর রহমান বলেন, শিক্ষার্থীদের দেশের মানুষের কথা বিবেচনা করে আদর্শ ও নৈতিক মূল্যবোধ সম্পন্ন মানবিক চিকিৎসক হওয়ার আহবান করবো।

এ সময় আরও উপস্থিত ছিলেন মেজর অব. ডা. একেএম মাহবুবুল হক, অধ্যাপক ডা. স্বপ্না ভট্টাচার্য, বিগ্রে. জেনা অব. সরকার মোহাম্মদ শামসুদ্দিন, অধ্যাপক ডা. আবিদা আহমেদ, অধ্যাপক ডা. মো. নুরুল গনি, অধ্যাপক ডা. মো. রাজিবুল হক, ডা. মো. সাদেক হাসান, ডা. এনায়েত করিম সহ প্রমুখ। 

মতামত দিন

বিজ্ঞপ্তি
সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com