নারায়াণগঞ্জ

ফতুল্লায় ছাত্রলীগ নেতাসহ ৩ জনকে পুলিশে দিল জনতা

নারায়ণগঞ্জের ফতুল্লায় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে তিন জনকে ধরে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় ছাত্র-জনতা। মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে ফতুল্লার মুসলিম নগর এলাকায় এই ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন, মুসলিম নগর এলাকার ছাত্রলীগ নেতা তালহা শেখ (২২), তার পিতা কামাল (৫৫) এবং চাচা জামাল (৪৮)। স্থানীয় সূত্রে জানা গেছে, তালহা শেখ শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানের ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত।

স্থানীয়রা অভিযোগ করেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় তালহা শেখ নেতৃত্বে ছাত্র জনতার ওপর নির্যাতন চালানো হয়। এছাড়াও, আওয়ামী লীগের শাসনামলে তালহা শেখ ও তার পরিবারের সদস্যরা স্থানীয় এলাকায় প্রভাব খাটিয়ে নানা সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন বলে দাবি করেছেন তারা।

ঘটনার পর উত্তেজিত জনতা তালহা ও তার স্বজনদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।

এ বিষয়ে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, “স্থানীয়রা তিনজনকে ধরে আমাদের কাছে সোপর্দ করেছে। তারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত কি না, তা আমরা এখনো নিশ্চিত নই। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”

মতামত দিন

বিজ্ঞপ্তি
সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com