নারায়াণগঞ্জ

বন্দরে যুবদল নেতাসহ ১৪ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

নারায়ণগঞ্জ বন্দরে একটি বাড়ির মালিকের কাছ থেকে চাদাঁ নেয়ার অভিযোগে যুবদলের নেতাসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।  শুক্রবার রাতে ভুক্তভোগী মো. মহিউদ্দিন বাদী হয়ে বন্দর থানায় চাঁদাবাজি মামলা দায়ের করেছেন।

শনিবার (২৬ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার ওসি তরিকুল ইসলাম।

চাঁদাবাজি মামলার আসামিরা হলেন, হুমায়ুন (৪৪), মো. রফিক (৪৮), মো. শফিক (৪৫) ও আরিফ (৪২) ও অজ্ঞাত আরো ১০ জন ।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, বন্দর থানাধীন রূপালী গেইট আবিসিক এলাকা ২০ বছর যাবৎ ৫ শতাংশ জায়গার উপর একটি টিনসেট ঘর তুলে বাসাভাড়া দিয়ে আসছিল। সে বাড়িতে গিয়ে যুবদলের নেতা হুমায়ুন ও তার সাঙ্গপাঙ্গরা ৫০ হাজার টাকা ও প্রতিমাসে ৪ হাজার করে চাদাঁদাবি করে। গত ১৭ এপ্রিল রাতে বাদী ও তার ছোট ভাইকে আটকে রেখে ৫০হাজার টাকা হাতিয়ে নেয়।

মতামত দিন

বিজ্ঞপ্তি
সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com