জাকির খানের বাবার ৩৯তম মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া
নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের বাবা মরহুম দৌলত হোসেন খানের ৩৯তম মৃত্যুবার্ষিকীতে দোয়ার আয়োজন করা হয়।
শনিবার (২৬ এপ্রিল) দুপুরে শহরের দেওভোগ এলাকার সাকিম আলী জামে মসজিদে বিদেহী আত্মার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান, তার বড় ভাই কবির খান, মামুন খান, জিকু খান, জাকির খানের ছেলে কারগিল খান, ভাতিজা আছওয়াদ খান সহ আত্মীয় স্বজনরা উপস্থিত ছিলেন।
এছাড়া জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনিরুল ইসলাম রবি, মহানগর বিএনপির নেতা আব্দুস সবুর খান সেন্টু, মনির খান, নাজির আহমেদ, দিদার খন্দকার, জেলা মৎস্যজীবী দলের সভাপতি এইচ এম হোসেন, সলিমুল্লাহ করিম সেলিম, মাওলানা তামিম বিল্লাহ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
মতামত দিন