রাজনীতি

সাত খুনের আসামিরা প্রভাবশালী হওয়ায় বিচার বিলম্ব করছিলো হাসিনা সরকার’

নারায়ণগঞ্জের বহুল আলোচিত সাত খুনের আসামিদের ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবিতে মানববন্ধন করেছেন আইনজীবী ও নিহতদের স্বজনরা।

রোববার (২৭ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জ আদালতপাড়ায় এই মানববন্ধনের আয়োজন করা হয়। এসময় সংহতি জানিয়ে নিহতের স্বজন ও ছাত্রজনতা মানববন্ধনে অংশ নেন।

এ সময় বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, আওয়ামী লীগের তৎকালীন এমপি নারায়ণগঞ্জের গডফাডার শামীম ওসমান ও দোসর নূর হোসেন এই সাত খুন করিয়েছেন। তারা বাংলাদেশের একটি প্রশিক্ষিত বাহিনীকে টাকার বিনিময়ে ভাড়া করে প্রকাশ্যে দিবালোকে চন্দন কুমার ও নজরুল ইসলামসহ সাতজনকে অপহরণ করে নিয়ে গিয়ে হত্যা করেছে। 

তিনি আরও বলেন, তাদের গুম করার পর উদ্ধারের দাবিতে আমরা আন্দোলন করেছিলাম তখন আমাদের দোষারোপ করেছিলো ফ্যাসিস্ট হাসিনা সরকার। তাদের মরদেহ যখন উদ্ধার করা হয়েছিল তখন বীভৎস চিত্র দেখে নারায়ণগঞ্জসহ সারা বিশ্বের মানুষ কেঁদেছিলো। কিন্তু সরকার শামীম ওসমানের নেতৃত্বে এটাকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করেছিল।

তিনি বলেন, আসামিরা প্রভাবশালী হওয়ায় রায় কার্যকর করতে বিলম্ব করছিলো ফ্যাসিস্ট হাসিনা সরকার। সেই হাসিনা সরকারের পতন হয়েছে। আমরা এই রায় দ্রুত কার্যকর দেখতে চাই।

এসময় আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ন কবির, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন ও সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট খোরশেদ আলম মোল্লাসহ অন্য আইনজীবীরা।

মতামত দিন

বিজ্ঞপ্তি
সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com