নারায়াণগঞ্জ

সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় রাজমিস্ত্রি নিহত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পিকআপ ভ্যান থেকে মহাসড়কে ছিটকে পড়ে এক রাজমিস্ত্রি নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দশজন। 

বুধবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার রতনদী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে বলে জানান কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ।

নিহত ব্যক্তির নাম নয়ন মিয়া (৩৭)। তিনি নেত্রকোনার পূর্বধলা গ্রামের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

আহতরা হলেন- আজিজুল ইসলাম (৬৫), মাসুম বিল্লাহ (২৮), ফজলুল হক (৪০), সজীব মিয়া (৩০), আকবর আলী (৫০), হৃদয় মিয়া (২৫), রকেট (২৫), রুবেল মিয়া (২৫), তানভীর মিয়া (২৪) ও আমিনুল ইসলাম (২৬)। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

কাঁচপুর থানার ওসি কাজী ওয়াহিদ বলেন, “কাজশেষে পিকআপ ভ্যানে বাড়ি ফিরছিলেন কয়েকজন রাজমিস্ত্রি। মহাসড়কে পেছন থেকে অজ্ঞাত একটি ট্রাক ধাক্কা দিলে নয়ন নামে ওই রাজমিস্ত্রি ছিটকে মহাসড়কে পড়ে মারা যান। এ ঘটনায় দুর্ঘটনার শিকার পিকআপ ভ্যানটি উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। তবে ট্রাক ও তার চালককে শনাক্ত করা যায়নি।

মতামত দিন

বিজ্ঞপ্তি
সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com