নারায়াণগঞ্জ

আড়াইহাজারে চার দাবিতে পাওয়ারলুম শ্রমিকদের সড়ক অবরোধ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে চার দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পাওয়ারলুম শ্রমিকরা। বৃহস্পতিবার (১ মে) বিকেলে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের কল্যাণদি সড়কে এ বিক্ষোভ করে শ্রমিকরা। এতে সড়কে যানজট দেখা দিলে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে পুলিশের আশ্বাসে শ্রমিকরা অবরোধ তুলে নেয়।

শ্রমিকদের দাবিগুলোর মধ্যে রয়েছে, সুতার প্রতি গজে এক টাকা মজুরি বৃদ্ধি, প্রতি ঈদে বোনাস ভাতা, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ, কর্মরত অবস্থায় দুর্ঘটনায় চিকিৎসা ব্যয় মালিকপক্ষ কর্তৃক বহনের নিশ্চয়তা।

শ্রমিকরা জানান, দীর্ঘদিন ধরে এ দাবি জানিয়ে আসলেও মালিকপক্ষ কর্ণপাত করছে না। বাধ্য হয়ে তারা সড়কে নেমেছেন।

পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান আড়াইহাজার থানা পুলিশ এবং সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দীন শ্রমিকদের সঙ্গে কথা বলে রোববার (৪ মে) মালিক ও শ্রমিকদের নিয়ে আড়াইহাজার উপজেলা কার্যালয়ে বৈঠকের আশ্বাস দেন। আশ্বাস পেয়ে শ্রমিকরা বিকেল ৬টার দিকে অবরোধ তুলে নিলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

মতামত দিন

বিজ্ঞপ্তি
সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com