সোনারগাঁও আ.লীগের সহ সভাপতি ইঞ্জিনিয়ার মাসুম গ্রেপ্তার
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমকে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১২ মে) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার মাসুদুর রহমান পিরোজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। এ ছাড়া তিনি নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার হাসনাতের ঘনিষ্ঠজন বলে জানা গেছে।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) আসিফ ইমাম তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের তিনটি হত্যা মামলা রয়েছে। ইতোমধ্যেই একটি টিম সেখানে পাঠানো হয়েছে। বিস্তারিত পরে বলা যাবে।
মতামত দিন