পুলিশের মেয়েকে অপহরণের অভিযোগে মামলা
নারায়ণগঞ্জের বন্দরে পুলিশের মেয়ে ফারহানা কে অপহরণের অভিযোগে চারজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। রোববার (১৮ মে) রাতে অপহৃত স্কুলছাত্রীর মা মিনা আক্তার বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বন্দর থানায় এ মামলা দায়ের করেন।
অপহৃত ফারহানা মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার জষ্ঠতলা এলাকার আওলাদ হোসেনের মেয়ে। তারা বন্দরের রেলী আবাসিক এলাকায় অস্থায়ীভাবে বসবাস করে আসছিল।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১০ মে সকাল ১০টার দিকে বন্দর বাজার এলাকা থেকে ফারহানা আক্তার আগ্নি (১৪) নামে এক স্কুলছাত্রীকে সিএনজিতে তুলে নিয়ে যায় আসামিরা। আসামি পাভেল (২২) ও তার বন্ধু আহাদুলের সহযোগিতায় ফারহানাকে অপহরণ করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১০ মে সকাল ১০টার দিকে বন্দর বাজার এলাকা থেকে ফারহানা আক্তার আগ্নি (১৪) নামে এক স্কুলছাত্রীকে সিএনজিতে তুলে নিয়ে যায় আসামিরা। আসামি পাভেল (২২) ও তার বন্ধু আহাদুলের সহযোগিতায় ফারহানাকে অপহরণ করা হয়।
মামলার এজাহারে আরও উল্লেখ করা হয়, এর আগে থেকে পাভেল ফারহানাকে প্রেমের প্রস্তাব দিয়ে বারবার বিরক্ত করে আসছিল। বিষয়টি জানালে পাভেল ক্ষিপ্ত হয়ে এ অপহরণের ঘটনা ঘটায়।
এ বিষয়ে বন্দর থানার ওসি তরিকুল ইসলাম বলেন, অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধারের জন্য অভিযান চলছে। পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।
এ বিষয়ে বন্দর থানার ওসি তরিকুল ইসলাম বলেন, অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধারের জন্য অভিযান চলছে। পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।
মতামত দিন