নারায়াণগঞ্জ

সিদ্ধিরগঞ্জে আফাজ উদ্দিনের মৃত্যুতে মামুন মাহমুদের শোক


সিদ্ধিরগঞ্জ ৮নং ওয়ার্ড কমিটির সাবেক সহ-সভাপতি আফাজ উদ্দিন সাউদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ। সোমবার (২৬ মে) গণমাধ্যমেক পাঠানো এক বার্তায় এ শোক প্রকাশ করেন তিনি।

 শোকবার্তায় তিনি বলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির অন্যতম নেতা এবং ৮নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আফাজ উদ্দিন সাউদ বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শের একনিষ্ঠ এবং আস্থাশীল সৈনিক ছিলেন। ফ্যাসিস্ট হাসিনা সরকারের দুঃশাসনের বিরুদ্ধে বিভিন্ন আন্দোলন সংগ্রামে তিনি সক্রিয়ভাবে অংশ গ্রহন করে ভূমিকা পালন করেছেন।

ব্যক্তি ও সামাজিক জীবনে আফাজ উদ্দিন ছিলেন অত্যন্ত ভদ্র এবং মার্জিত স্বভাবের, রাজনৈতিক সহকর্মী এবং সমাজের সর্বস্তরের প্রতিবেশীদের সাথে খুবই সু-সম্পর্ক ছিলো। আমরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি।

মরহুম এর শোকসন্তপ্ত পরিবার পরিজন, আত্মীয় স্বজনের প্রতি সহমর্মিতা জানাচ্ছি। আফাজ উদ্দিন সাউদ এর রুহের মাগফেরাত কামনা করছি, মহান আল্লাহ তায়ালা তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন, আমীন।

প্রসঙ্গত, একইদিন ভোর ৫টায় নগরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন বিএনপি নেতা আফাজ উদ্দিন সাউদ। তিনি সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইল বাড়িপাড়া নিবাসী। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৫ বছর।

মতামত দিন

বিজ্ঞপ্তি
সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com