জাকির খানের নাম ব্যবহার করে মিথ্যা রেকর্ড ভাইরাল, ডিসি-এসপিকে লিখিত অভিযোগ
নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের নাম ব্যবহার করে চাঁদা দাবীর একটি মিথ্যা ফোনালাপ ভাইরাল করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ সহ জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।
লিখিত অভিযোগে উল্লেখ করে জাকির খান বলেন, আমি নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এবং বিএনপি নেতা। উল্লেখিত মোবাইল নাম্বারধারী ব্যক্তি সহ নারায়ণগঞ্জের কতিপয় ব্যক্তি আমার সামাজিক মর্যাদা ক্ষুন্ন এবং রাজনৈতিক অঙ্গনে ক্ষতিগ্রস্থ এবং আমার দলীয় নেতাকর্মীদের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করার উদ্দেশ্যে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মোবাইল ফোন নম্বর ০১৭৬৮৯২১৪০২ এর অজ্ঞাত নামা গ্রাহক আমার নাম ভাঙিয়ে বিভিন্ন গার্মেন্টস ও শিল্প প্রতিষ্ঠানে চাঁদা দাবী করে আসতেছে। ইতোমধ্যে উক্ত মোবাইল নাম্বারধারী ব্যক্তি চাষাঢ়া এলাকার একজন গার্মেন্টস মালিকের নিকট আমার নাম করিয়া চাঁদা দাবী করে। এই ধরনের একটি অডিও কল রেকর্ডে অকথ্য ভাষায় গালিগালাজ ও বিভিন্ন প্রকার ভয়ভীতি এবং হুমকি প্রদানের কল রেকর্ড ভাইরাল হয়। এ ঘটনায় উল্লেখিত অজ্ঞাত ব্যক্তির মোবাইল ফোন নম্বরে যোগাযোগ করার চেষ্টা করে ব্যর্থ হই।
অজ্ঞাতনামা ব্যক্তি আমার নাম করে বিভিন্ন গার্মেন্ট ও শিল্প প্রতিষ্ঠানে চাঁদা দাবী করে অথবা চাঁদা আদায় করে কল রেকর্ড ভাইরাল করে আমার দলীয় নেতা কর্মী সহ প্রশাসনকে ওই রেকর্ডটি সরবরাহ করে আমার দীর্ঘদিনের রাজনৈতিক ক্যরিয়ার নষ্ট করার চেষ্টায় লিপ্ত আছে। এমতাবস্থায় উল্লেখিত মোবাইল নম্বরের অজ্ঞাত নামা ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ না করলে আমাকে আরও বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্থ করিতে পারে বলে আশঙ্কা করছি।
সম্প্রতি চাঁদা দাবির একটি অডিও রেকর্ড নিয়ে ব্যাপক আলোচনা হলে এই অভিযোগ করা হয়। এছাড়া জেলা পুলিশ সুপার, র্যাব, ঢাকা রেঞ্জের ডিআইজি সহ স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে এই বিষয়ে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
মতামত দিন