ফতুল্লায় হাত-পা বাঁধা অবস্থায় ড্রেনে পড়েছিল যুবকের বস্তাবন্দি লাশ
নারায়ণগঞ্জের ফতুল্লায় সড়কের পাশের ড্রেন থেকে হাত-পা বাঁধা অবস্থায় জনি সরকার (২৫) নামে এক যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার (১৭ জুন) সকালে পূর্ব শিহাচর লালখাঁ এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, এটি একটি হত্যাকাণ্ড।
নিহত জনি সরকার সিলেট জেলার জামালগঞ্জ থানার বিষ্ণপুর গ্রামের করুনা সরকারের ছেলে। বর্তমানে তিনি বাবা-মাকে নিয়ে ফতুল্লার পূর্ব শিহাচর লালখাঁ এলাকায় দুলাল পুলিশের বাড়িতে ভাড়া থাকেন।
স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব শিহাচর লালখাঁ এলাকার একটি ড্রেনের মধ্যে বস্তাবন্দি মরদেহের একটি পা দেখে সন্দেহ হলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে বস্তাটি উদ্ধার করে। বস্তা খুলতেই হাত-পা বাঁধা অবস্থায় ড্রেন থেকে জনি সরকারের মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতের বাবা করুনা সরকার বলেন, দুই মেয়ে, একমাত্র ছেলে জনি সহ স্ত্রীকে নিয়ে তিনি ফতুল্লায় বসবাস করেন। গতরাত ৯টা থেকে জনি নিখোঁজ ছিলেন। সকালে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই। সেখানে গিয়ে ড্রেন থেকে উদ্ধার করা একটি বস্তাবন্দি মরদেহ দেখে পাই। পরে ছেলের লাশ শনাক্ত করি।
বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার পরিদর্শক আনোয়ার হোসেন বলেন, একটি বস্তার ভেতরে হাত-পা বাঁধা অবস্থায় ড্রেন থেকে জনি সরকারের লাশ উদ্ধার করা হয়। তার মুখে ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ বলা সম্ভব হবে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মতামত দিন