নারায়াণগঞ্জ

মেধাবী ছাত্র ত্বকী স্মরণে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা

তানভীর মুহাম্মদ ত্বকী স্মরণে আয়োজন করা হয়েছে ‘একাদশ জাতীয় ত্বকী চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা ২০২৫’। প্রতিবছরের মতো এবারও সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের উদ্যোগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। এতে সারাদেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। বুধবার (১৮ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্য সচিব হালিম আজাদ।

প্রতিযোগিতায় রচনা বিভাগ তিনটি শ্রেণিতে ভাগ করা হয়েছে। ‘ক’ বিভাগে (৫ম-৭ম শ্রেণি) রচনার বিষয় ‘স্বপ্নের স্বদেশ’ (৩০০ শব্দের মধ্যে), ‘খ’ বিভাগে (৮ম-১০ম শ্রেণি) বিষয় ‘জুলাই ছাত্র-গণঅভ্যুত্থান’ (৬০০ শব্দ), এবং ‘গ’ বিভাগে (কলেজ ও বিশ্ববিদ্যালয়) বিষয় ‘ত্বকীকে নিয়ে একটি রচনা’ (১৫০০ শব্দের মধ্যে) নির্ধারণ করা হয়েছে।

চিত্রাঙ্কন প্রতিযোগিতাও তিনটি বিভাগে অনুষ্ঠিত হবে। শিশু থেকে ৩য় শ্রেণি পর্যন্ত ‘ক’ বিভাগ এবং ৪র্থ থেকে ৬ষ্ঠ শ্রেণি পর্যন্ত ‘খ’ বিভাগের বিষয় উন্মুক্ত। ৭ম থেকে ১০ম শ্রেণি পর্যন্ত ‘গ’ বিভাগের জন্য বিষয় নির্ধারণ করা হয়েছে ‘ত্বকীর একটি ছবি আঁক’।

চিত্রাঙ্কনের মাধ্যম উন্মুক্ত রাখা হয়েছে। অংশগ্রহণকারীদের ১০x১৫ ইঞ্চি আকারের কার্টিজ পেপারে ছবি আঁকতে হবে এবং ছবির পেছনে ইংরেজিতে নিজের নাম স্পষ্টভাবে লিখতে হবে। প্রতিযোগিতায় লেখা ও চিত্রকর্ম ডাকযোগে পাঠানোর শেষ সময় ১০ সেপ্টেম্বর ২০২৫।

প্রতিযোগীদের খামের উপর নাম, ঠিকানা, শ্রেণি ও ফোন নম্বর লিখে, ১ কপি পাসপোর্ট সাইজ ছবি সংযুক্ত করে পাঠাতে হবে নিম্নোক্ত ঠিকানায়: একাদশ জাতীয় ত্বকী চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা ২০২৫, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ, ২৭ এস.কে. রোড, নারায়ণগঞ্জ।
যোগাযোগ: ০১৮১৩৫৩৫১৫৫, ০১৭১১৬৯৩৭৫৭, ইমেইল: tokaimoncho@gmail.com

প্রতিযোগিতায় প্রথম দশজন বিজয়ীকে সার্টিফিকেট, বই ও ক্রেস্ট প্রদান করা হবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীরা পাবেন বিশেষ ক্রেস্ট, বই ও সার্টিফিকেট। রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারীকে প্রদান করা হবে ‘ত্বকী পদক ২০২৫’। এছাড়া নির্বাচিত প্রথম দশটি লেখা ও চিত্রকর্ম নিয়ে প্রকাশিত হবে আকর্ষণীয় স্মারকগ্রন্থ ‘ত্বকী’।

মতামত দিন

বিজ্ঞপ্তি
সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com