নারায়াণগঞ্জ

৩০০ শয্যা হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার কিট দিলেন ডিসি

নারায়ণগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় গৃহীত প্রস্তুতিমূলক কার্যক্রম পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। শনিবার ১২ জুলাই দুপুরে তিনি শহরের খানপুর এলাকায় অবস্থিত ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে গিয়ে সরেজমিনে হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ড ঘুরে দেখেন এবং রোগীদের চিকিৎসা, ওষুধ সরবরাহ ও সার্বিক সেবার বিষয়ে খোঁজখবর নেন। এসময় জেলা পরিষদের পক্ষ থেকে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ১২০টি ডেঙ্গু শনাক্তকরণ কিট হস্তান্তর করেন জেলা প্রশাসক। উপস্থিত ছিলেন হাসপাতালের তত্ত¡াবধায়ক ডা. মো. আবুল বাসার, জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।

পরিদর্শন শেষে জেলা প্রশাসক বলেন, গত বছরের তুলনায় এ বছর নারায়ণগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি এখনো স্বাভাবিক রয়েছে। তারপরও আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে এগোচ্ছি। রোগীদের চিকিৎসা নিশ্চিত করতে ও নিরাপত্তা জোরদারে যা যা প্রয়োজন, আমরা করছি।

হাসপাতালের তত্ত¡াবধায়ক ডা. মো. আবুল বাসার জানান, ডেঙ্গু রোগীদের জন্য পর্যাপ্ত কিট, ওষুধ ও স্যালাইনের ব্যবস্থা রয়েছে। পাশাপাশি তাৎক্ষণিকভাবে পরীক্ষার ব্যবস্থাও চালু আছে। আমরা সর্বোচ্চ সতর্কতা ও প্রস্তুতির সঙ্গে কাজ করছি।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নারায়ণগঞ্জে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ২ জন। জুলাই মাসে আক্রান্ত হয়েছেন ৫১ জন এবং চলতি বছরে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪৩ জনে।


মতামত দিন

বিজ্ঞপ্তি
সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com