রাজনীতি

বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল এর ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী

বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল (বিএনসিইউপি)'র ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে জুলাই'২৪ এ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে এবং সম্প্রতি রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল ও কলেজে বিমান দূর্ঘটনায় নিহতদের স্মরণে উৎসর্গ করা হয়েছে। গৌরব, সংগ্রাম ও সাফল্যের ১৫ বর্ষপূর্তির আনন্দকে উৎসর্গ করে দিয়ে সংগঠনের জেলা, উপজেলা, প্রবাসী কমিটিসহ সকল ইউনিট কমিটিগুলোর পক্ষ থেকে '৭১ এর শহীদ মুক্তিযোদ্ধা, '২৪ এর ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে শহীদ এবং সম্প্রতি মাইলস্টোনের বিমান দূর্ঘটনার নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নিরাপদ স্বদেশ প্রত্যাবর্তন কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।


প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২৫শে জুলাই প্রথম প্রহরে বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল-কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি,  বিএনপি বহিঃবিশ্ব কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা এস. আলম রাজীবের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর এবং এর অন্তর্গত বিভিন্ন থানা ও ওয়ার্ড সাইবার ইউজার দলের নেতৃবৃন্দ '৭১ এর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে শহরের চাষাড়াস্থ বিজয় স্তম্ভে এবং '২৪ এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে নারায়ণগঞ্জের হাজীগঞ্জে দেশের প্রথম জুলাই স্মৃতি স্তম্ভতে পুষ্পস্তবক অর্পণ করেন।

এ সময় এস. আলম রাজীব বলেন, বৈষম্য বিরোধী টাইটেলে সূচনা হওয়া '২৪ এর ছাত্রজনতার গণঅভ্যুত্থান, কিন্তু দেশে এখনো নানাভাবে বৈষম্য বিদ্যমান, জুলাই বিপ্লবের কর্তৃত্ব ও ফ্যাসিস্টরা যেমন '৭১ এর চেতনা ব্যবসায়ী ছিল, এরাও এখন ফ্যাসিস্টদের পদানুসরণ করে '২৪ এর পুরো ক্রেডিট নিজেরা নিয়ে '২৪ এর চেতনা ব্যবসায় নেমেছে। '৭১ এবং '২৪ এর ইতিহাস আমাদের বাংলাদেশীদের সংগ্রামের ঐতিহ্য বহন করে, এই ইতিহাস আমাদের বিপ্লবের প্রতীক। এই ইতিহাস কারো একা নয় এবং '৭১ ও '২৪ দুইটি সংগ্রামেই কারো আত্মত্যাগকে ছোট করে দেখার বা এ নিয়ে বিতর্কের বা বৈষম্যের কোনো সুযোগ নেই। তাই আজ স্বাধীনতাকামী শহীদ মুক্তিযোদ্ধা এবং গণতন্ত্রকামী শহীদ জুলাই যোদ্ধাদের প্রতি একই সময়ে শ্রদ্ধা নিবেদন করে আমাদের পক্ষ থেকে এই বৈষম্যের বিরুদ্ধে প্রতিকী প্রতিবাদস্বরূপ এই কর্মসূচি মধ্য দিয়ে আমাদের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর সূচনা করলাম।


এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের সহ-সভাপতি মোসলেম আহমেদ রনি, সাংগঠনিক সম্পাদক আল আমিন খান, কেন্দ্রীয় সাইবার ইউজার দলের সহ-সাধারণ সম্পাদক, যুবদল নেতা এস. আলম ইসরাৎ, জেলা সাইবার ইউজার দলের আহবায়ক মনোয়ার খান রাজীব, মহানগর সাইবার ইউজার দলের আহবায়ক গোলাম মোর্শেদ সজল, সিনিয়র যুগ্ন-আহবায়ক ইমরান হোসেন জুয়েল চৌধুরী, যুগ্ন-আহবায়ক সাজ্জাদ হোসেন মন্ডল, সদস্য সচিব মোঃ সিয়াম, সদর থানা সাইবার ইউজার দল নেতা এস. আলম আয়ান, ফতুল্লা থানা সাইবার ইউজার দলের আহবায়ক মোঃ স্বপন, ৬নং ওয়ার্ড সাইবার ইউজার দলের সভাপতি রেজোয়ান রশিদ প্রীতম, ৮নং ওয়ার্ড সাইবার ইউজার দলের সভাপতি শুভ্র, ১১নং ওয়ার্ড সাইবার ইউজার দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ রাব্বি আহমেদ, সহ-সভাপতি মোঃ রনি, প্রচার সম্পাদক নূরুল আলম সিদ্দিকী অভি, ১৪নং ওয়ার্ড সাইবার ইউজার দলের হৃদয় খান সহ বিভিন্ন থানা ও মহানগরের ওয়ার্ড কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

মতামত দিন

বিজ্ঞপ্তি
সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com