নারায়াণগঞ্জ

বাদীর কাছে ঘুষ চাওয়ার ফোনালাপ ফাঁস: পিবিআই কর্মকর্তা বরখাস্ত

নারায়ণগঞ্জ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) উপ-পরিদর্শক মো. হাফিজুর রহমানের ঘুষ চাওয়ার একটি ফোনালাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

রবিবার (৩ আগস্ট) পিবিআই সদর দফতর থেকে হাফিজুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়। তবে বিষয়টি সোমবার প্রকাশ পেয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ পিবিআইয়ের পুলিশ সুপার মোস্তফা কামাল রাশেদ।

এর আগে, গত শনিবার (২ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ঘুষ চাওয়ার একটি ফোনালাপ ছড়িয়ে পড়ে। সেই ফোনালাপে শোনা যায়, পুলিশ কর্মকর্তা হাফিজুর রহমান এক মামলার চার্জশিট দেওয়ার শর্তে বাদী নিপা আক্তারের কাছ থেকে ৫০ হাজার টাকা ঘুষ দাবি করছেন বলে শোনা যায়। তবে বাদী টাকা দিতে অস্বীকৃতি জানান এবং পুরো কথোপকথনের অডিও সংরক্ষণ করেন।

মামলার বাদী নিপা আক্তার রূপগঞ্জ উপজেলার ছোট বুরুলিয়া এলাকায় বসবাস করেন ও পিঠা বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। তিনি অভিযোগ করেন, গত ১৮ জুন কালু (২৫), দীপু (৩২), রাসেল (৩৫) ও শাকিলসহ (৩০) কয়েকজন মাদকসেবী তার দোকানে এসে পিঠা দিতে দেরি হওয়ায় তার সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান এবং মারধর করেন। এ ঘটনায় তিনি ২০ জুন নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন। আদালতের নির্দেশে মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয় পিবিআইকে।

নিপা আক্তার জানান, তদন্ত কর্মকর্তা হাফিজুর রহমান তাকে ফোনে জানায়— চার্জশিট না দেওয়ার শর্তে তাকে ৫০ হাজার টাকা ঘুষ দিতে হবে, তা না হলে তাকে মামলায় আসামি করে দেওয়া হবে।

এই অভিযোগের প্রেক্ষিতে ৩ আগস্ট পিবিআই সদর দফতর থেকে হাফিজুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়।

এ বিষয়ে নারায়ণগঞ্জ পিবিআইয়ের পুলিশ সুপার মোস্তফা কামাল রাশেদ বলেন, "বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। প্রাথমিকভাবে সত্যতা পাওয়ায় অভিযুক্ত কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযোগের তদন্ত চলছে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।"

মতামত দিন

বিজ্ঞপ্তি
সবার আগে সব খবর পেতে ভিজিট করুন - voiceofnarayanganj.com I যে কোন সংবাদ বা বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন - 01963958226 / 01819136738 অথবা মেইল করুন - voiceofnarayanganj24@gmail.com