আপোসহীন নেত্রী বেগম খালেদা জিয়া : দিদার খন্দকার
ধ্রুব সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ মহানগর ১৪নং ওয়ার্ড বিএনপি সভাপতি রোটারিয়ান দিদার খন্দকার বলেছেন, ধ্রুব সাহিত্য পরিষদের দুই যুগপূর্তি উপলক্ষে সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানায়। আমি বন্ধু সেন্টু ও রায়হান মিলে একটি সাহিত্য পরিষদের গঠনের পরিকল্পনা করি। কিছু ক্রটিচূর্তি হলেও আবারো আমরা এক হয়েছি। সকলে মিলে আবারো সাহিত্য পরিষদ মিলে প্রস্তুতি নিয়েছি। আজকে চিত্রাংকন প্রতিযোগিতা ছড়া ও কবিতা আবৃত্তি অনুষ্ঠানে স্মরণ করছি তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। তার জন্মদিনে আজকের অনুষ্ঠানটি উৎসর্গ করলাম। তিনি দেশের সাথে বেঈমানী করেনি, বরং মিথ্যা মামলা দিনের পর দিন স্বৈরাচারী কারাগারে বন্দি ছিলেন। দেশপ্রেমিক বলতে আমরা আপোসহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে বুঝি, তিনি দেশমাতা।
শুক্রবার (১৫ আগস্ট) ধ্রুব সাহিত্য পরিষদের দুই যুগ পূর্তি উপলক্ষে দুই দিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।
এ সময় প্রধান অতিথি হিসেবে ছিলেন দেশবরণ্য কবি মিডিয়া ব্যক্তিত্ব রেজাউদ্দিন স্টালিন। অনুষ্ঠানে উদ্বোধক দেশবরণ্যে আসাদ কাজল, প্রধান আলোচক জেলা কালচারাল অফিসার শারমিন জাহান, বিশেষ আলোচক ধ্রুব সাহিত্য পরিষদের উপদেষ্টা রেজাউল করিম রাজু, বিশেষ অতিথি প্রফেসর মো: আমির হোসেন, মাসুমুল হক সোহেল, মাজহারুল আলম খান পাভেল, মঞ্জুর আলম, হাজী সামাউন হাবিব, মোক্তার হোসেন মামুন প্রমুখ।
মতামত দিন