ট্রাক ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের নেতৃত্বে শহীদ
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ এলাকায় জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এই আয়োজন করা হয়।আলোচনা সভা থেকে সংগঠনের নেতৃবৃন্দরা জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সদস্য সচিব হিসেবে সাব্বির আহমেদ শহীদের নাম ঘোষণা করা হয়।
এ বিষয়ে জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সদস্য সচিব হিসেবে সাব্বির আহমেদ শহীদ বলেন, এই দায়িত্ব পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করছি। মহান আল্লাহ আমাকে এই পদে দায়িত্ব পালন করার জন্য সুযোগ দিয়েছে। আমি যেন যথাযথভাবে সেই দায়িত্ব পালন করতে পারি, সেজন্য দোয়া চাই।
বিশেষ অতিথি হিসেবে মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক নুরুল হক চৌধুরী দিপু বলেন, লুটপাটকারী, চাঁদাবাজ ও স্বৈরাচারীদের রুখে দিতে হবে। শ্রমিকের রক্ত চুষে কেউ যেন টাকার পাহাড় গড়ে তুলতে না পারে সে দিকে নেতৃবৃন্দদের লক্ষ্য রাখতে হবে। স্ট্যান্ডের মালিকদের সাথে যেন কেউ জুলুম করতে না পারে। শ্রমিকদের কল্যাণে সংগঠনের নেতৃবৃন্দের কাজ করতে হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক ও বিএনপি নেতা মো. হাসান আহমেদ, জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের যুগ্ন আহ্বায়ক মেহেদী হাসান লিটন, মহানগর বিএনপি নেতা বাপ্পি সিকদার চিশতী, যুবদল নেতা জাকির, জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সদস্য হাফিজ উদ্দিন টিটু, রফিক, হারুন, যুবদল নেতা জুম্মান আহমেদ সহ প্রমুখ।
আলোচনা সভা শেষে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা করে দোয়া করা হয়। এছাড়া দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করা হয়।
এর আগে, বিকেলে শহরের ১ নম্বর বাবুরাইল এলাকা থেকে বিশাল শোডাউন নিয়ে বের হন নারায়ণগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক ও বিএনপি নেতা মো. হাসান আহমেদ ও সদ্য ঘোষিত সদস্য সচিব সাব্বির আহমেদ শহীদ।
মতামত দিন